বুধবার, ১৮ মে, ২০২২ ০০:০০ টা

অ্যান্ড্রয়েড অটোয় গুগলের নতুন ফিচার

রকমারি ডেস্ক

অ্যান্ড্রয়েড অটোয় গুগলের নতুন ফিচার

অ্যান্ড্রয়েড অটো ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার যুক্ত করেছে টেক জায়ান্ট গুগল। ব্লগপোস্টে গুগল জানায়, নতুন ফিচারগুলোয় প্রথমেই আনা হবে অ্যান্ড্রয়েড অটোর ইন্টারফেসে পরিবর্তন বিভিন্ন আকার ও ধরনের স্ক্রিনে সিল্পট স্ক্রিন মোড ব্যবহারের সুবিধা। ফলে সহজে অ্যান্ড্রয়েড নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যবহারকারীরা সহজেই এক জায়গায় তাদের সর্বাধিক ব্যবহৃত ফিচারগুলো দেখতে পারবেন। এ ছাড়া গাড়িতে চলার সময় উৎপাদনশীলতা বাড়াতে অ্যাসিস্ট্যান্টে প্রাসঙ্গিক পরামর্শ সুবিধা যুক্ত করছে গুগল। গুগলের তথ্যানুযায়ী, সামনের মাসগুলোয় অ্যান্ড্রয়েড অটোতে ফিচারগুলো আনা হবে।                                  

সর্বশেষ খবর