বুধবার, ১ জুন, ২০২২ ০০:০০ টা

শেষ হয়ে আসছে মঙ্গলে নাসার ইনসাইট ল্যান্ডার

রকমারি ডেস্ক

শেষ হয়ে আসছে মঙ্গলে নাসার ইনসাইট ল্যান্ডার

২০১৮ সালের ৫ মে মঙ্গলে যাত্রা করে ইনসাইট ল্যান্ডার। যাত্রার ২১ দিন পর ২৬ নভেম্বর এটি মঙ্গলে অবতরণ করে। প্রায় চার বছর মঙ্গলের মাটিতে এর গঠন-প্রকৃতি নিয়ে অনুসন্ধান শেষে নাসার ইনসাইট ল্যান্ডার অবসর নিচ্ছে। ল্যান্ডারের সৌর প্যানেল ধুলোয় ঢেকে যাওয়ায় এর শক্তি হ্রাস পাচ্ছে। ১৮ মে এর মেয়াদ শেষ হয়, তবে এটি এখনো সক্রিয় আছে।

 

নাসা জানায়, মঙ্গলের ধুলোর কারণে ল্যান্ডারের পাওয়ার সংরক্ষণ ব্যাটারিও নিষ্ক্রিয় হয়ে পড়ছে। ফ্রান্সের তৈরি আলট্রা-সেনসেটিভ সিসমোমিটারে সজ্জিত এই ইনসাইট ল্যান্ডার এ পর্যন্ত মঙ্গলের ভূপৃষ্ঠে ১ হাজার ৩০০-এর বেশি ভূমিকম্প রেকর্ড করেছে। তবে জুলাই নাগাদ সিসমোমিটার বন্ধ হয়ে যাবে। ল্যান্ডারটির শক্তিস্তর এখন দিনে একবার চেক করা হবে এবং কিছু পরীক্ষা করা হবে। ছবি এখনো পাওয়া যেতে পারে। ২০২২ সালের শেষ নাগাদ মিশন সম্পূর্ণভাবে শেষ হবে। চার বছর মঙ্গলের মাটিতে এই সোলার প্যানেল ধুলোয় ঢেকে গেছে। যদিও ইনসাইট এখন তার শক্তির ১০ ভাগের এক ভাগ মাত্র ব্যবহার করছে। শিগগিরই এর ব্যাটারি নিঃশেষিত হয়ে যাবে।

সর্বশেষ খবর