বুধবার, ১ জুন, ২০২২ ০০:০০ টা

ইন্টেলের মেগা ল্যাবে কুলিং প্রযুক্তির পরীক্ষা

রকমারি ডেস্ক

ইন্টেলের মেগা ল্যাবে কুলিং প্রযুক্তির পরীক্ষা

ইমারশন লিকুইড কুলিং প্রযুক্তির উন্নয়নে ৭০ কোটি ডলার ব্যয়ে মেগা ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে ইন্টেল। সংশ্লিষ্টদের আশা, ২০২৩ সালের শেষে এটি চালু করা হবে। এই প্রযুক্তিতে সার্ভারসহ কম্পিউটিংয়ের অন্য যন্ত্রাংশ বিদ্যুৎ নিরোধক পানিতে নিমজ্জিত রাখা হয়। ফলে ডাটা সেন্টারগুলো এয়ারকন্ডিশনিং- এর প্রয়োজন হয় না। ল্যাবটি পানি ব্যবহারের কার্যকারিতা, তাপ বের করার মাধ্যমে পুনরায় এর ব্যবহার-সংক্রান্ত বিষয়ে গবেষণা করবে। পাশাপাশি এটি ইন্টেল ডাটা সেন্টার, ইন্টেল জিওনসহ নির্ধারিত হোস্টিং প্রোগ্রাম, ইন্টেল অপটেন, নেটওয়ার্ক ইন্টারফেস ইত্যাদি বিষয়ে পরীক্ষা ও বাস্তবায়নে কাজ করবে।                  

সর্বশেষ খবর