বুধবার, ৮ জুন, ২০২২ ০০:০০ টা

বিশ্বের নামিদামি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো

বিশ্বের সবচেয়ে মূল্যবান ১০টি প্রতিষ্ঠানের মধ্যে আটটিই প্রযুক্তি প্রতিষ্ঠান। মাত্র দুই দশকের ব্যবধানে মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিপণ্য। যাদের একেকটার বাজার মূল্য বিশ্বের অনেক পরাশক্তি দেশের জিডিপির চেয়েও বেশি। রইল বিস্তারিত...

রকমারি ডেস্ক

বিশ্বের নামিদামি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল; যার বাজারমূল্য ছাড়িয়ে গেছে অন্য সব প্রতিষ্ঠানকে। অ্যাপলের বর্তমান বাজার মূলধন ২ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারের বেশি। যেখানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাজ্যের (ইউকে) জিডিপির আকার ২ দশমিক ৭৬ ট্রিলিয়ন ডলার। অ্যাপলের মতো বিশাল সম্পদশালী প্রতিষ্ঠানগুলো তাদের বৈশ্বিক বাণিজ্যের সীমা ছাড়িয়েছে । শীর্ষ ৫ প্রযুক্তি প্রতিষ্ঠানের বাজার মূলধন ছিল ১০ ট্রিলিয়ন ডলারের বেশি। যা বর্তমান বিশ্বের সম্মিলিত জিডিপির ১১ শতাংশের বেশি! ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমান বিশ্বের সবচেয়ে মূল্যবান ১০টি প্রতিষ্ঠানের মধ্যে আটটিই প্রযুক্তি প্রতিষ্ঠান। আর ট্রিলিয়ন ডলারের ক্লাবে থাকা পাঁচটি কোম্পানির মধ্যে অ্যাপল, মাইক্রোসফট, অ্যালফাবেট ও অ্যামাজন এই চারটিই প্রযুক্তি প্রতিষ্ঠান।

 

বিশ্বের শীর্ষ ব্র্যান্ড মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। তালিকার প্রথম স্থানে থাকা অ্যাপলের ব্র্যান্ড ভ্যালু ও বর্তমান বাজার মূলধন ২ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার। এ ছাড়া এটি বিশ্বের প্রথম প্রযুক্তি জায়ান্ট, যা মাত্র দুই দশকে ট্রিলিয়ন ডলারের ঘরে যুক্ত হয়। অ্যাপল কম্পিউটার, কম্পিউটার যন্ত্রাংশ ও সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান। আইফোন, আইপ্যাড, আইপডের মতো স্মার্ট ডিভাইস হিসেবেই অ্যাপল সর্বাধিক পরিচিতি। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে স্যামসাং ইলেক্ট্রনিক্স। স্মার্টফোন বিশ্বে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে স্যামসাং। ব্র্যান্ডের মূল্য দাঁড়িয়েছে ২ ট্রিলিয়ন ডলার। স্যামসাং গ্রুপ দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠান। এদের রয়েছে বিভিন্ন খাতে ব্যবসা। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্যামসাং ইলেকট্রনিক্স। যারা বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান। তাদের রয়েছে জাহাজ নির্মাণ শিল্পও। বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট। বাজার মূলধন এরই মধ্যে ২ ট্রিলিয়নের মাইলফলক স্পর্শ করেছে। অ্যালফাবেটের নিয়ন্ত্রণে থাকে অ্যান্ড্রয়েড, সার্চ, ডিজিটাল বিজ্ঞাপন বিভাগ, ইউটিউব, ম্যাপ সেবার মতো ব্যবসা বিভাগ। অ্যালফাবেট গঠনের পর সিইওর দায়িত্ব নেন ল্যারি পেজ এবং প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন সের্গেই ব্রিন। একই সময় গুগলের সিইওর দায়িত্ব পান সুন্দর পিচাই। চতুর্থ অবস্থানে থাকা মাইক্রোসফটের ২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। এটা মূলত যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান। তাদের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যারগুলো হলো মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট অফিস। ১৯৭৫ সালের ৪ এপ্রিল মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয়। মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। করোনা মহামারির মধ্যে ঝড়ের বেগে বেড়ে ওঠা অ্যামাজনের বাজার মূল্য এই বছরে তেমন বাড়েনি। প্রতিষ্ঠানটির বাজার মূল্য ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার। ১৯৯৪ সালে জেফ বেজোস চাকরি ছেড়ে অ্যামাজন প্রতিষ্ঠা করেন। এটি বিশ্বের বৃহত্তম ইন্টারনেটভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। অন্যদিকে চমক দেখিয়ে ট্রিলিয়ন ডলারের ক্লাবে নাম লেখায় টেসলা। ইলন মাস্কের প্রতিষ্ঠানটির বর্তমান বাজার মূল্য ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার। তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার চিত্রটা ছিল একটু আলাদা। এক সময়ের ট্রিলিয়ন ডলারের কোম্পানিটির বর্তমান বাজার মূলধন ৫৬৫ বিলিয়ন ডলার।

সর্বশেষ খবর