বুধবার, ৮ জুন, ২০২২ ০০:০০ টা

ব্ল্যাকহোল নিয়ে বিজ্ঞানীদের চাঞ্চল্যকর তথ্য

রকমারি ডেস্ক

ব্ল্যাকহোল নিয়ে বিজ্ঞানীদের চাঞ্চল্যকর তথ্য

মহাকাশের দানব বলে খ্যাত ব্ল্যাক হোলের জটিল সব সমীকরণের কারণে এটি নিয়ে মানুষের জানার আগ্রহ কখনো শেষ হবে না। কেননা, এটি প্রকৃতির নানা রহস্যে ঘেরা এক বিস্ময়কর সৃষ্টি। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে ব্রিটিশ ভূতত্ত্ববিদ জন মিচেলের মাধ্যমে সর্বপ্রথম ব্ল্যাক হোল সম্পর্কে জানা যায়। এরপর ব্ল্যাক হোলের অস্তিত্বের সম্ভাবনা রয়েছে এমন ধারণা প্রদান করেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন। সম্প্রতি নতুন তথ্য পেয়েছে চ্যাপেল হিলে অবস্থিত নর্থ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল জ্যোতির্বিজ্ঞানী। তাদের দাবি, আগে উপেক্ষিত কিছু পরিত্যক্ত গ্যালাক্সিতে বিদ্যমান বিশাল ব্ল্যাক হোলের সন্ধান পেয়েছেন। নর্থ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীদের নতুন তথ্যানুযায়ী, ছোট আকারের ব্ল্যাক হোলগুলো হাজার হাজার পরিত্যক্ত গ্যালাক্সি ছেড়ে ধীরে ধীরে নিজেদের মধ্যে দানা বেঁধে বড় আকারের ব্ল্যাক হোল তৈরি করে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এ ধরনের ব্ল্যাক হোল রয়েছে। মহাকাশের প্রায় ৮০ ভাগ ক্ষেত্রেই এমনটা হতে দেখা যায় বলে দাবি করেন নর্থ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ওই জ্যোতির্বিজ্ঞানীরা।

সর্বশেষ খবর