বুধবার, ৮ জুন, ২০২২ ০০:০০ টা

ডিএসএলআর-এর বদলে স্মার্টফোন!

রকমারি ডেস্ক

ডিএসএলআর-এর বদলে স্মার্টফোন!

ছবির রেজল্যুশন বা গুণগত মানের দিক থেকে একটা সময় ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স  (ডিএসএলআর) ক্যামেরার জায়গা দখলে নেবে স্মার্টফোন। দ্য ডেস্ক প্রকাশিত এক প্রতিবেদনে সনি সেমিকন্ডাক্টর সলিউশনসের প্রেসিডেন্ট তেরুশি শিমিজুর বক্তব্য প্রকাশ করা হয়। তিনি বলেন, সামনের বছরগুলোয় আধুনিক স্মার্টফোনগুলোর ইমেজ কোয়ালিটি বা ছবির রেজল্যুশন ডিএসএলআর ক্যামেরাকে ছাড়িয়ে যাবে। তিনি আরও বলেন, ২০১৯ সালে বলা হয়েছিল, স্মার্টফোনের ব্যাটারি, ডিসপ্লে ও ক্যামেরায় যুগান্তকারী পরিবর্তন আসবে। ব্যাটারি ও ডিসপ্লেতে কোনো পরিবর্তন না এলেও ক্যামেরার উন্নয়নে এখনো আশা রয়েছে। শিমিজুর তথ্যানুযায়ী, ২০২৪ সাল নাগাদ এ পরিবর্তনের বিষয়টি প্রকাশ্যে আসতে পারে। অন্য প্রতিবেদনের তথ্যানুযায়ী, বিশ্বের একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যামেরার উন্নয়নে বড় বড় পদক্ষেপ গ্রহণ করেছে। দুটি প্রতিষ্ঠান তাদের স্মার্টফোনে থাকা ক্যামেরার সেন্সর ও ছবির মানোন্নয়নে বড় বিনিয়োগ করেছে। এটি ডিভাইসের বিভিন্ন কার্যক্রমে পরিবর্তন আনার পাশাপাশি কম আলোয় ছবি তোলা, নয়েজ বা দূষণের পরিমাণ কমাবে।

সর্বশেষ খবর