বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ০০:০০ টা

ভুল সংশোধনে ইউটিউবের নতুন ফিচার

টেক ডেস্ক

ভুল সংশোধনে ইউটিউবের নতুন ফিচার

ভিডিওতে ভুল থাকলে সেটি সংশোধন এবং পারফরম্যান্সের বিচারে ভিডিও ভালো করার সুযোগ-দুটোই নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার প্ল্যাটফরমটি নির্মাতাদের সেই ভুল সংশোধনের প্রক্রিয়া আরও সহজ করতে ‘কারেকশন্স’ ফিচার আনছে ইউটিউব। নতুন ফিচারটি কাজকেই সহজ করে তুলবে বলে জানায় প্রযুক্তি সাইট ভার্জ।

জানা গেছে, আপলোড হওয়া ভিডিওতে নির্মাতারা ‘ইনফোকার্ড’ হিসেবে সংশোধনী যোগ করতে পারবেন। ‘কারেকশন্স’ বা সংশোধনীগুলো নির্মাতার নির্ধারিত টাইমস্ট্যাপ অনুযায়ী ইনফোকার্ড হিসেবে স্ক্রিনের উপরের ডান কোণে চলে আসবে। এরপর দর্শক ওই ইনফোকার্ডে ক্লিক করে নির্মাতার সংশোধনী নোট দেখতে পারবেন। ইতোমধ্যে ইউটিউবের সাপোর্ট পেইজে কারেকশন্স ফিচার ব্যবহারের নির্দেশনা পোস্ট করেছে গুগল। এ ছাড়াও, ইউটিউবের ‘ক্রিয়েটর ইনসাইডার’ চ্যানেলে ফিচারটির ব্যবহারের ভিডিও আপলোড করেছে প্ল্যাটফরমটি।        

সর্বশেষ খবর