শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা

আগামী বছরের শুরুতেই এআর, ভিআর হেডসেট আনছে অ্যাপল

টেকনোলজি ডেস্ক

আগামী বছরের শুরুতেই এআর, ভিআর হেডসেট আনছে অ্যাপল

অগমেন্টেড ও ভার্চুয়াল অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি অ্যাপলের বহুল প্রতীক্ষিত মিক্সড রিয়ালিটি হেডসেট আসছে আগামী বছরের শুরুতেই। এমনটিই জানিয়েছেন সুপরিচিত অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো। ২০২৩ সালের জানুয়ারিতে আসার বিষয়ে অ্যাপল বিশ্লেষক কুয়োর নতুন  নোটের খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫। সাইটটি আরও জানিয়েছে, কুয়োর মতে- হেডসেটটি অ্যাপলের নকশা করা সবচেয়ে কঠিন পণ্য। অ্যাপলের বহুল প্রতীক্ষিত এই হেডসেট উন্মোচনের সম্ভাব্য তারিখ নিয়ে এটিই কুয়োর প্রথম অনুমান নয়। তবে, আগের সব অনুমানে তুলনামূলক বিস্তৃত সময়কাল উল্লেখ করেছেন তিনি। ২০২১ সালে তিনি বলেছেন, হেডসেটটি ২০২২ সালের কোনো এক সময় উন্মোচিত হতে পারে। গেল মে মাসেও তিনি অনুমান করেন, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের কোনো এক সময়ে আসতে পারে হেডসেটটি।  অ্যাপলের হেডসেট উন্মোচনে কুয়োর অনুমানই সঠিক হবে, বিষয়টি এমন নয়। কারণ, অ্যাপল তাদের পরিকল্পনা পাল্টাতে পারে অথবা কুয়োর সংশ্লিষ্ট সূত্রও ভুল হতে পারে। তবে, অ্যাপল বিষয়ে কুয়োর ভবিষ্যদ্বাণীই এখন পর্যন্ত সবচেয়ে সঠিক বলে প্রমাণিত। তাছাড়া অ্যাপলের হেডসেটের কার্যক্রম নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদনের সঙ্গে মিলে যাচ্ছে কুয়োর এই অনুমান। ওই সব প্রতিবেদন অনুযায়ী, মে মাসের শুরুতে অ্যাপল পরিচালনা পর্ষদে দেখানো হয়েছে হেডসেটটি। হেডসেটে ‘রিয়ালিটিওএস’ সফটওয়্যার ব্যবহার ও অ্যাপলের ট্রেডমার্ক অ্যাপে এটি দেখানোর কথা উল্লেখ রয়েছে প্রতিবেদনে।

সর্বশেষ খবর