সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

ছায়াপথে মিলল বিশাল ব্ল্যাকহোল

টেক ডেস্ক

ছায়াপথে মিলল বিশাল ব্ল্যাকহোল

ইউরোপীয় সাদার্ন অবজারভেটরির বিজ্ঞানীরা ‘ভিএলটি’ ব্যবহার করে আবিষ্কার করেছেন এই মহাজাগতিক বিস্ময়কে। ‘ভিএলটি’ অর্থাৎ ‘ভেরি লার্জ টেলিস্কোপ’। নতুন আবিষ্কৃত ব্ল্যাকহোলটির অবস্থান এক বাইনারি সিস্টেমে। বিজ্ঞানীরা প্রায় ১ লাখ ৬০ হাজার আলোকবর্ষ দূরে সূর্যের ২৫ গুণ ভরের ও-টাইপ  নক্ষত্র পর্যবেক্ষণ করতে গিয়ে অসংগতি লক্ষ্য করেন।

 

মহাকাশে ব্ল্যাকহোল শনাক্ত করা কঠিন ব্যাপার। প্রচন্ড মহাকর্ষীয় বল চারপাশে স্থানকালকে এমনভাবে বাঁকিয়ে দেয় যে এর ভিতর থেকে আলোও বেরিয়ে আসতে পারে না। তাই সরাসরি ব্ল্যাকহোল দেখা যায় না। সাধারণত ব্ল্যাকহোল যখন কোনো নক্ষত্র বা মহাজাগতিক বস্তু শোষণ করে বড় হতে থাকে, তখন এর চারপাশে ধূলিকণা ও গ্যাসের অ্যাক্রিয়েশন ডিস্ক তৈরি হয়। সেখান থেকে নির্গত হয় শক্তিশালী এক্স-রশ্মি। তা দেখেই শনাক্ত করা যায় ব্ল্যাকহোলের অস্তিত্ব। সম্প্রতি মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরে শনাক্ত হয়েছে একটি নিষ্ক্রিয় ব্ল্যাকহোল। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল ব্ল্যাকহোলটি আবিষ্কার করেন। ভিএফটিএস ২৪৩ নামের এই ব্ল্যাকহোলটি শনাক্তে নেতৃত্ব দেন বেলজিয়ামের ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমির জ্যোর্তিপদার্থবিজ্ঞানী টমার শেনার। গবেষক দলটি বলছে, মিল্কিওয়ের বাইরে আবিষ্কৃত এটাই প্রথম কোনো নিষ্ক্রিয় ব্ল্যাকহোল। স্টেলার ব্ল্যাক হোল। পুরো নাম স্টেলার মাস ব্ল্যাক হোল। যখন কোনো নক্ষত্রের মৃত্যু হয়, সাধারণত এ ধরনের ব্ল্যাকহোলের সৃষ্টি হয় তখনই। হয় বিশাল বিস্ফোরণ। বিশালাকার কোনো নক্ষত্র যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে তখন সাধারণত বড়সড় বিস্ফোরণ হয়। কিন্তু বিশেষ একটি ক্ষেত্রে তা হয়নি। আর সেটাই ভাবিয়ে তুলেছে মহাকাশ বিজ্ঞানীদের। এই প্রথম নক্ষত্রপুঞ্জে এমন একটি ব্ল্যাকহোলের সন্ধান মিলেছে, যা তৈরি হয়েছে এমন একটি নক্ষত্র থেকে, যার ‘মৃত্যু’তে কোনো বড় বিস্ফোরণের খবরই নেই। ‘ভিএফটিএস-২৪৩’ নামের ওই ব্ল্যাকহোলের খোঁজ দেয় ‘লার্জ ম্যাগেলানিক ক্লাউড’-এ। ইউরোপীয় সাদার্ন অবজারভেটরির  বিজ্ঞানীরা ‘ভিএলটি’ ব্যবহার করে আবিষ্কার করেছেন এই মহাজাগতিক বিস্ময়কে। ‘ভিএলটি’ অর্থাৎ ‘ভেরি লার্জ টেলিস্কোপ’। নতুন আবিষ্কৃত ব্ল্যাকহোলটির অবস্থান এক বাইনারি সিস্টেমে। বিজ্ঞানীরা প্রায় ১ লাখ ৬০ হাজার আলোকবর্ষ দূরে সূর্যের ২৫ গুণ ভরের ও-টাইপ নক্ষত্র পর্যবেক্ষণ করতে গিয়ে অসংগতি লক্ষ্য করেন। পর্যবেক্ষণের ডেটা বিশ্লেষণ করে দেখা যায় অসংগতির কারণ ছোট আকারের নিষ্ক্রিয় ব্ল্যাকহোল। সূর্যের ৯ গুণ ভরের ব্ল্যাকহোলটির ঘটনা দিগন্ত প্রায় ২৭ কিলোমিটার।

সর্বশেষ খবর