এ মহাবিশ্ব হাজার কোটি বছর আগে কেমন ছিল, তা দেখার আর জানার বিরাট সুযোগ করে দিয়েছে একটি মহাকাশ টেলিস্কোপ। জেডব্লিউএসটি অর্থাৎ জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে মিলছে মহাজগতের অসংখ্য ছবি, যেখানে মহাকাশ ধরা দিয়েছে আদি চেহারায়। জেমস ওয়েব টেলিস্কোপ এ মুহূর্তে বিশ্বের সর্বাধুনিক স্পেস অবজারভেটরি, যা বানাতে দুই দশকের মতো সময় লেগেছে। প্রত্যাশা ছিল, এই টেলিস্কোপ মহাবিশ্বকে দেখার ধারণাকে…