শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করছে গুগল

টেক ডেস্ক

বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করছে গুগল

গেম খেলা ও ভিডিও দেখার সময় মাঝে মাঝে গুগল বিজ্ঞাপন দেখায়। তবে ১৫ সেকেন্ডের কিছু বিজ্ঞাপন থাকে, যেগুলো না দেখা পর্যন্ত বন্ধ হয় না। ব্যবহারকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশেষে এ বিজ্ঞাপন দেখানো বন্ধ করছে গুগল। টেকক্রাঞ্চের তথ্য অনুযায়ী, গুগল অ্যান্ড্রয়েড অ্যাপের বিরক্তিকর এ বিজ্ঞাপন বন্ধের পাশাপাশি প্লে-স্টোরের সার্বিক পরিবেশ এবং কার্যক্রমেও পরিবর্তন আনতে যাচ্ছে।

প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের নীতিমালায় কিছু পরিবর্তন এনেছে। যেগুলো বেশ কিছু ক্যাটাগরির নিয়মেও পরিবর্তন এনেছে। আরও নির্দিষ্ট করে বলতে গেলে কিছু লুপহোল বা নিয়মের ফাঁকফোকর বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। যেগুলোর কারণে ডেভেলপাররা অবৈধ সুযোগ পেতে পারে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এগুলো কার্যকর হতে পারে। নতুন নীতিমালায় ডেভেলপারদের অ্যাপ-সংক্রান্ত বিজ্ঞাপন ফুল স্ক্রিনে চালু না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর