শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

আইফোন ১৪ সিরিজের আকর্ষণীয় ক্যামেরা

আইফোন ১৪ সিরিজের আকর্ষণীয় ক্যামেরা

অ্যাপলের আইফোন ১৪ সিরিজের বড় আকর্ষণ হতে পারে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা। গুঞ্জন অনুযায়ী, আইফোন ১৪ প্রো ম্যাক্স ও আইফোন ১৪ ম্যাক্সের পেছনের ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হবে। প্রতিষ্ঠানটির ১৫ বছরের ধারাতে এটা হতে পারে বৈপ্লবিক এক পরিবর্তন। বর্তমান স্মার্টফোন দুনিয়ায়, ১০৮ মেগাপিক্সেলের অসংখ্য মোবাইল ডিভাইস থাকলেও আইফোন ছিল এর থেকে ব্যতিক্রম। রেকর্ড সংখ্যক বিক্রি হওয়া সর্বশেষ ১৩ সিরিজের ফোনেও ছিল ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। এবার আগের থেকে আরও ভালো ক্ষমতার ও উন্নত অপটিক্যাল জুমসহ টেলিফটো লেন্স সুবিধা আসতে পারে। সামনের ও পেছনের ক্যামেরার ডিজাইনে কিছু পরিবর্তন আসতে পারে। ফোর্বস তথ্যসূত্রে, আইফোন ১৫-এর জন্য যে ক্যামেরা মডিউল ব্যবহারের কথা ছিল, ১৪ সিরিজেই তার পরিচয় ঘটতে পারে। ১৪ সিরিজের ফ্রন্ট ক্যামেরা পরীক্ষার সময় চীনা নির্মাতাদের গুণমানের সমস্যা পায় অ্যাপল, পরে পরিকল্পনা পরিবর্তন করে একটি এলজি ইনোটেক ক্যামেরা মডিউল ইনস্টল করার সম্ভাবনা তৈরি হয়। যাতে অটো-ফোকাস সুবিধাসহ অ্যাডভান্সড ফাংশন রয়েছে, যা অতীতের ফোনগুলোতে ছিল না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইফোন ১৪ স্পেসিফিকেশন নিয়েও কথা বলা হয়েছে। জানা গেছে, আইফোন ১৪ প্রোতে নেক্সট জেন এ ১৬ বায়োনিক চিপসেট ব্যবহার করা হবে। এ ছাড়াও ৪এনএম ম্যানুফ্যাকচারিং প্রসেসর থাকার কথা রয়েছে।

 

 

সর্বশেষ খবর