শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

হোয়াটসঅ্যাপের প্রোফাইলে অবতার ব্যবহার!

হোয়াটসঅ্যাপের প্রোফাইলে অবতার ব্যবহার!

ব্যবহারকারীরা ভিডিও কলের সময় নিজেদের ভিডিওর পরিবর্তে কাস্টমাইজড অবতার ব্যবহার করা যাবে। ফেসবুকে আগেই এই সুবিধা ছিল, এবার হোয়াটসঅ্যাপেও আসছে এই সুবিধা। ফলে ব্যবহারকারীরা তাদের প্রোফাইল ফটো হিসেবে নিজেদের অবতার ব্যবহার করতে পারবেন। প্রতিবেদন অনুসারে, শিগগিরই চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপের অবতার প্রোফাইল পিকচার ফিচার। সে সুবাদে ব্যবহারকারীরা প্রোফাইল ইমেজ হিসেবে একটি পার্সোনালাইজড অবতার সেট করতে পারবেন। ইতোমধ্যেই ফিচারটি হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড, আইওএস এবং ডেস্কটপের বিটা ভার্সন চালু হয়েছে। জানা গেছে, ফিচারটি স্টেবল রোলআউট হলে, অবতারগুলো ইউজাররা তাদের প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারবেন।

সর্বশেষ খবর