শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে রিলস পোস্ট

টেক ডেস্ক

ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে রিলস পোস্ট

ইনস্টাগ্রামে কিছু ভুলত্রুটি থাকলেও টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং রিলসের পরিধি বাড়াতে কাজ করছে মেটা। এর অংশ হিসেবে এখন থেকে ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে রিলস পুনরায় পোস্ট করতে পারবে। মেটার আশা, এ সুবিধার মাধ্যমে কনটেন্ট নির্মাতারা দুটি প্ল্যাটফরমেই তাদের অডিয়েন্স বাড়াতে পারবে এবং মনিটাইজের মাধ্যমে আয় করতে পারবে। পাশাপাশি ফেসবুক বর্তমানে স্টোরিতে শেয়ার করা কনটেন্টকে রিলস হিসেবে তৈরি করে পুনরায় শেয়ার করার সুবিধা দিচ্ছে। অরিজিনাল রিলসের পর ব্যবহারকারী বিভিন্ন অপশনের মাধ্যমে রিমিক্স করে ভিডিওটি আবারো প্রকাশ করতে পারবে। অন্যদিকে স্টোরিজে নিজস্ব স্টিকার যুক্ত করার যে ফিচারটি জনপ্রিয়তা পেয়েছিল সেটিও ইনস্টাগ্রাম ও ফেসবুকে যুক্ত করা হবে। মূলত অন্য ব্যবহারকারীদের এ ট্রেন্ডে যুক্ত করার জন্যই এ উদ্যোগ।

সর্বশেষ খবর