শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

‘চ্যানেল স্টোর’ চালু করছে ইউটিউব

টেক ডেস্ক

‘চ্যানেল স্টোর’ চালু করছে ইউটিউব

ভিডিও শেয়ারিং ইউটিউব এবার চালু করছে ‘চ্যানেল স্টোর’ ফিচার। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও স্ট্রিমিং সেবার জন্য এই স্টোর চালু হবে। এর নাম হবে ‘চ্যানেল স্টোর’। এই স্টোর কার্যকর করার জন্য ইউটিউব এরই মধ্যে বিশ্বের বড় বড় বিনোদনমূলক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউটিউব তার চ্যানেল স্টোরের জন্য গত ১৮ মাস ধরে কাজ করছে। তবে স্টোর চালুর বিষয়ে ইউটিউব এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। জানা গেছে, ইউটিউব স্যাটেলাইট টিভি ব্যবহারকারীদের সাবস্ক্রিপশনভিত্তিক ভিডিও স্ট্রিমিং পরিষেবার অধীনে আনার পরিকল্পনা করেছে। এই সেবা চালু হলে ইউটিউব রোকু এবং অ্যাপল-এর মতো কোম্পানির তালিকায় যুক্ত হবে। যারা ইতোমধ্যেই সাবস্ক্রিপশনভিত্তিক ভিডিও স্ট্রিমিং পরিষেবা দিচ্ছে। ফলে, কনটেন্ট ক্রিয়েটররা তাদের প্রোডাক্টগুলো ইউটিউবে বিক্রির সুযোগ পাবেন।           

সর্বশেষ খবর