শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

অ্যাকাউন্ট শনাক্তে টুইটারের নতুন ফিচার

টেক ডেস্ক

অ্যাকাউন্ট শনাক্তে টুইটারের নতুন ফিচার

টুইটারের ফেক অ্যাকাউন্ট নিয়ে ব্যবহারকারীদের মধ্যে উঠেছে নানা প্রশ্ন। কেউ বলছে খামখেয়ালি, কেউ বলছে কীভাবে অ্যাকাউন্ট শনাক্ত করে? উদ্ভূত এই পরিস্থিতিতে বিশেষ এক ধরনের টুইটার লেবেল খুঁজে বের করেছেন হংকংয়ের প্রকৌশলী জেন ম্যানচুন। বলেছেন একটি ফিচারের কথা। যার মাধ্যমে দেখা যাবে ব্যবহারকারীর টুইট সংখ্যা। ভার্জের প্রতিবেদন অনুযায়ী, এরই মধ্যে ফিচারটি ব্যবহারের সুযোগ পেয়েছেন অনেক ব্যবহারকারী। ‘অ্যানালিটিক্স’ নামে একটি লেবেলের মাধ্যমে নিজস্ব টুইট সংখ্যা যাচাই করা যায়। ফোন নম্বরের সঙ্গে একটি অ্যাকাউন্ট লিংক করা অর্থ ওই অ্যাকাউন্টের টুইটগুলো অপেক্ষাকৃত বেশি মনোযোগের সঙ্গে পোস্ট করা হয়েছে। ব্যবহারকারীর কোন টুইটগুলো সবচেয়ে বেশি দেখানো হবে, সেটি যাচাই করতেও ফিচারটি সহায়তা করবে। ব্যবহারকারীরা সর্বোচ্চ ১০টি অ্যাকাউন্টে একই ফোন নম্বর ব্যবহার করতে পারবেন। টুইটারের ভেরিফাই করা ‘ব্লু চেকড’ অ্যাকাউন্টে এরই মধ্যে ব্যবহারকারীর ফোন নম্বর ও ইমেইল যুক্ত করার শর্ত রয়েছে।           

সর্বশেষ খবর