সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

গরম হয়ে যাচ্ছে স্মার্টফোন!

গরম হয়ে যাচ্ছে স্মার্টফোন!

স্মার্টফোন ব্যবহার এখন দৈনন্দিন জীবনেরই অংশ। সামাজিক মাধ্যমে চোখ বুলিয়ে নেওয়া, গেম খেলা, কাজের পাশাপাশি ফাঁকা সময়েও অধিকাংশই ব্যস্ত থাকেন মোবাইলে। ফলে ফোন গরম হয়ে যাওয়ার সমস্যার সম্মুখীন হতে হয় কম বেশি সবাইকে। এমন পরিস্থিতিতে ফোন ঠান্ডা রাখতে যা করবেন-

 

রোদ থেকে সাবধান : গবেষণা বলছে, যে কোনো স্মার্টফোন সরাসরি সূর্যের তাপ শুষে নেয়। রোদে ব্যবহারে ফোনে ব্রাইটনেস বাড়িয়ে নেওয়া হয়। ব্যাটারি বেশি ব্যয় হয়। তাই ফোন যতটা সম্ভব রোদে ব্যবহার না করাই ভালো। তাতে সমস্যা খানিকটা হলেও কমবে।

তুলনামূলক কম ব্যবহার : যত ব্যবহার করা হবে, ততই গরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। পাশাপাশি ভিডিও, ব্লু-টুথ ও হটস্পট ব্যবহারও হিটের কারণ। তাই সেসব ক্ষেত্রে কিছুক্ষণের জন্য ব্লু-টুথ ও হটস্পট বন্ধ করে ফোন সুইচ অফ করে রাখুন।

কভার খুলে রাখুন : ফোনের সুরক্ষার জন্য কভার জরুরি। তবে অতিরিক্ত গরম হয়ে যাওয়ার অন্যতম কারণও কিন্তু মোবাইল ফোন কভার। তাই ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে কিছুক্ষণের জন্য খুলে রাখুন কভার।

লো পাওয়ার মোড : লো পাওয়ার মোড অন করলে হিট কম হয়। কারণ, সে ক্ষেত্রে বেশ কিছু ফিচার রেস্ট্রিক্টেড থাকে।

তথ্যসূত্র : এভিজি

সর্বশেষ খবর