সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

গুগলে একাধিক ডিভাইসে ফাইল শেয়ার

গুগলে একাধিক ডিভাইসে ফাইল শেয়ার

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ট্যাবলেটে আপডেট আনার ঘোষণা দিয়েছে গুগল। যার মধ্যে অন্যতম নিয়ারবাই শেয়ার। যা অনেকটা অ্যাপলের এয়ারড্রপের মতোই। এর মাধ্যমে ব্যবহারকারী তার একাধিক ডিভাইসের মধ্যে সহজেই ফাইল আদান-প্রদান করতে পারবে। ব্যবহারকারীর সেলফ-শেয়ার ফিচার চালুর মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো থেকে ফাইল আদান-প্রদান করতে পারবে। এমনকি স্ক্রিন বন্ধ থাকলেও সম্ভব হবে। এর পরিপ্রেক্ষিতে একজন ব্যবহারকারীকে নিজের ফোন থেকে ট্যাবলেট বা ক্রোমবুকে কোনো ফাইল ই-মেইল করে পাঠাতে হবে না। জানা গেছে, কয়েক সপ্তাহের মধ্যেই সেলফ শেয়ার অপশন চালু হয়ে যাবে।  তবে অন্যান্য ফিচার কবে নাগাদ পরীক্ষা করা যাবে বা ব্যবহার করা যাবে সে বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

তথ্যসূত্র : ভার্জ

সর্বশেষ খবর