সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আসছে না ‘শেয়ারড ফটো লাইব্রেরি’

আসছে না ‘শেয়ারড ফটো লাইব্রেরি’

আইওএস ১৬-তে ‘আইক্লাউড শেয়ারড ফটো লাইব্রেরি’ ফিচারের উন্মোচন পিছিয়ে দিচ্ছে অ্যাপল। জানা গেছে, ১২ সেপ্টেম্বর আইওএস ১৬-এর সঙ্গে উন্মোচন করার বদলে তারা ফিচারটি আনতে চাচ্ছে এই বছরের শেষ নাগাদ। আইওএস ১৬ ওয়েব পেইজের ‘আর্কাইভড’ সংস্করণ দেখাচ্ছে, ফিচারটির উন্মোচন পেছানোর খবরটি যোগ হয়েছে এই সপ্তাহের কোনো এক সময়ে। ব্যবহারকারীসহ সর্বোচ্চ পাঁচজনকে স্বয়ংক্রিয়ভাবে একটি ছবির সংগ্রহ শেয়ারের সুযোগ দেওয়ার কথা রয়েছে ফিচারটির। ওইসব ছবির পাশাপাশি নির্দিষ্ট কোনো তারিখের বা ব্যক্তির ছবিও ব্যবহারকারীর ব্যক্তিগত লাইব্রেরিতে জুড়ে দেওয়ার সুযোগ মিলবে এতে। তবে কবে নাগাদ আইওএস-এর শেয়ার্ড ফটো লাইব্রেরির উন্মোচন সম্পর্কে অ্যাপল তাৎক্ষণিক কোনো উত্তর দেয়নি।

তথ্যসূত্র : ভার্জ

সর্বশেষ খবর