সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

হোয়াটসঅ্যাপের নতুন মাল্টি-ডিভাইস মোড

টেক ডেস্ক

হোয়াটসঅ্যাপের নতুন মাল্টি-ডিভাইস মোড

ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন নতুন ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। তারই ধারাবাহিকতায় এবার আসতে চলেছে, নতুন চমক। জানা গেছে, মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন মাল্টি-ডিভাইস মোড ফিচার চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা চারটি ডেস্কটপ কম্পিউটারের পাশাপাশি নিজের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। গত কয়েকমাস ধরে হোয়াটসঅ্যাপের মাল্টি ডিভাইস ফিচারের বিটা টেস্টিং চলছিল। এবার সেই ফিচারটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা মাল্টি-ডিভাইস মোড ফিচারের স্টেবল ভার্সনের মাধ্যমে ডেস্কটপ কিংবা ল্যাপটপে ফিচারটি অ্যাক্টিভেট করতে পারবেন। ফলে একসঙ্গে চারটি ডিভাইসে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। বারবার লগ-ইন করার প্রয়োজন পড়বে না। 

সর্বশেষ খবর