সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

কমছে না গ্রাফিক্স কার্ডের দাম

কম্পিউটারের অন্যতম অনুষঙ্গ গ্রাফিক্স কার্ডের দাম সহসাই নাগালের মধ্যে আসবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনশেন হুয়াং। সম্প্রতি প্রতিষ্ঠানটি আরটিএক্স ৪০৯০ উন্মোচন করেছে। এর এক দিন পরই গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের (জিপিইউ) দামের বিষয়ে তিনি এ কথা জানালেন। কোটাকুর হালনাগাদ প্রতিবেদনের তথ্যানুযায়ী, বিশ্বের অন্যতম জিপিউই উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভিডিয়ারের ধারণা, গ্রাফিক্স কার্ডের উচ্চমূল্য আরও বেশকিছু সময় বাজারে থাকবে। সংবাদমাধ্যমটি জানায়, কেউ কেউ শিগগিরই গ্রাফিক্স কার্ডের দাম কমার বিষয়ে আশা প্রকাশ করছেন। বিশেষ করে ক্রিপ্টো মাইনিং উল্লেখযোগ্য হারে কমে আসায় এ ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র : টেকটাইমস

সর্বশেষ খবর