সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট বাতিলের হিড়িক

টেকনোলজি ডেস্ক

ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট বাতিলের হিড়িক

মেটা নিয়ন্ত্রিত ফটো ও ভিডিও শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট বাতিলের হিড়িক পড়েছে। কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে অনেক ব্যবহারকারীই তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেননি। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই অনেকে অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন। ইনস্টাগ্রামে হ্যালোইনের ছবি শেয়ার করতে না পেরে অনেকে টুইটারসহ বিকল্প প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন। ব্যবহারকারীরা কোনো কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছেন এ ব্যাপারে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। এদিকে মেটা এক বিবৃতিতে জানায়, একটি বাগের কারণে কিছু ব্যবহারকারী তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহারে সমস্যাবোধ করছিলেন। আমরা দ্রুত সমস্যা সমাধান করেছি এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করেছি। তবে সোমবার কতজনের অ্যাকাউন্ট বাতিল হয়েছে এ নিয়ে বিস্তারিত জানায়নি মেটা।

সর্বশেষ খবর