রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নতুন বছরে আরও কঠিন নেটফ্লিক্স

নতুন বছরে আরও কঠিন নেটফ্লিক্স

বিশ্বের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরম নেটফ্লিক্স সারা বছরই ছিল আলোচনায়। এবার নতুন ঘোষণা দিল প্ল্যাটফরমটি। ব্যবহারকারীরা নেটফ্লিক্সে আর পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন না বন্ধুদের সঙ্গে। আর শেয়ার করে একই অ্যাকাউন্ট থেকে অনেকে সুবিধা পেতে গুনতে হবে অতিরিক্ত টাকা। নেটফ্লিক্সের একই পাসওয়ার্ড ব্যবহারকারীরা একই পরিবারের সদস্য কি না তা বোঝার জন্য এবার থেকে নাকি ইউজারদের নেটফ্লিক্স অ্যাকাউন্ট যে ডিভাইস থেকে ব্যবহার করা হচ্ছে তার আইপি অ্যাড্রেস, ডিভাইস আইডি এবং অ্যাকাউন্টের গতিবিধি নজরে রাখা হবে। এ ছাড়াও যারা ভিপিএন ব্যবহার করে অন্য দেশের কনটেন্ট দেখতে যান এবং ধরা পড়েন তাহলে প্রথমে নেটফ্লিক্সের পক্ষ থেকে ভিপিএন ব্যবহার বন্ধের বার্তা পাঠানো হবে। শর্তাবলি না মানলে বাতিল হবে অ্যাকাউন্ট।

লেখা: টেকনোলজি ডেস্ক

সর্বশেষ খবর