রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মানুষেরও আছে ষষ্ঠ ইন্দ্রিয়!

মানুষেরও আছে ষষ্ঠ ইন্দ্রিয়!

আগে ধারণা করা হতো বিশেষ ধরনের মাছি ফ্রুট ফ্লাই, সামুদ্রিক প্রাণী স্যামনসহ অনেক প্রাণীই পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র অনুভব করতে পারে। কিন্তু মানুষের পক্ষে চৌম্বকীয় ক্ষেত্র বুঝতে পারা সম্ভব নয়। তবে বিজ্ঞানীরা বলছেন, পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে এবার মানুষের মধ্যে ষষ্ঠ ইন্দ্রিয়ের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। যার মাধ্যমে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রকে অনুভব করতে পারে মানুষ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা জানিয়েছেন, তাদের নতুন এক গবেষণায় তারা খুঁজে পেয়েছেন যে মানুষের মস্তিষ্কও পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের বিষয়ে সাড়া ও এর ব্যবহারিক প্রয়োগও আছে। অনেকেই এ পরিবর্তনকে কাজে লাগিয়ে কোনো কম্পাস ছাড়াই দ্রুত উত্তর-দক্ষিণ নির্ধারণ করতে পারে। আর একেই তারা ষষ্ঠ ইন্দ্রিয় হিসেবে অভিহিত করছেন।

লেখা: টেকনোলজি ডেস্ক

সর্বশেষ খবর