রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

এফটিএক্স ধসে ক্রিপ্টো মুদ্রা সোলানা

এফটিএক্স ধসে ক্রিপ্টো মুদ্রা সোলানা

ক্রিপ্টো এক্সচেঞ্জ এফটিএক্স ধসের প্রভাবে ২০২২ সালে ক্রিপ্টো টোকেন সোলানার মূল্যমান কমে গেছে। গেল বুধবার এফটিএক্স প্রতিষ্ঠাতা স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রিডের প্রশংসিত এ টোকেনের মূল্য পতন হয় ১০ দশমিক ৩৬ শতাংশ। আর ২০২২ সালেই এখন পর্যন্ত ৯৪ দশমিক ২ শতাংশ মূল্যমান হারিয়েছে এটি। এফটিএক্স ধসের প্রভাব সমগ্র ক্রিপ্টো খাতেই ছড়িয়ে পড়েছে। এক সময় বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ হিসেবে বিবেচিত হলেও এর পতন ঘটায় বিভিন্ন ক্রিপ্টো ফার্মের তারল্যও আটকে গেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২ নভেম্বর এফটিএক্সের ঘটনা আত্মপ্রকাশের পর থেকে ৫১ দশমিক ১৪ শতাংশ মূল্যমান হারিয়েছে ‘সল’। একই সময়ে ইথার হারিয়েছে ২১ দশমিক ৩ শতাংশ আর বিটকয়েনের বেলায় সেটি ১৭ দশমিক ৬ শতাংশ।

লেখা: টেকনোলজি ডেস্ক

সর্বশেষ খবর