স্মার্টওয়াচে এমন অনেক ফিচার থাকে যার ব্যবহারই জানেন না অনেকে। স্মার্টওয়াচের পুরো সুবিধা কাজে লাগাতে চাইলে কিছু বিষয় জানা দরকার। যে টিপস অনুসরণ করলে আপনার দৈনন্দিন কাজ অনেক সহজ হবে। একই সঙ্গে বাঁচবে সময়ও... ব্লুটুথ কলিং : বর্তমানে অনেক কম দামি স্মার্টওয়াচে এ জরুরি ফিচারটি পাওয়া যায়। এসব ঘড়িতে বিল্ট-ইন স্পিকার ও মাইক্রোফোন থাকায় ঘড়ি থেকেই ফোনকল ধরা যায়। কোনো কারণে স্মার্টফোন…