ওপেনএআই-এর চ্যাটজিপিটি জনপ্রিয়তায় নতুন উচ্চতায় চ্যাটজিপিটি-৪০ মিনি চালুর পর চ্যাটজিপিটির ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে দ্বিগুণ হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট সেবা চ্যাটজিপিটির সাপ্তাহিক ব্যবহারকারী সংখ্যা এখন ২০ কোটি ছাড়িয়ে গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ।
ওপেনএআই, চ্যাটজিপিটির নেপথ্যের প্রতিষ্ঠান জানায়, ২০২২ সালে চ্যাটজিপিটি বাজারে আসার পর থেকে এটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে।
এর বিশেষত্ব হলো এটি মানুষের মতো করে ইউজারদের প্রশ্নের উত্তর দিতে পারে। নভেম্বরে চ্যাটজিপিটির সাপ্তাহিক ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ১০ কোটি, যা এখন দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ২০ কোটিতে।