বৃষ্টির দিনগুলো প্রায় গত হলো-আমরা এখন খানিকটা উষ্ণ ও রৌদ্রোজ্জ্বল গন্তব্যে ভ্রমণে যাচ্ছি, সঙ্গে নিয়ে যাচ্ছি আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলো। তবে মনে রাখবেন, ফোন, ট্যাবলেট এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসগুলো অতিরিক্ত তাপের প্রতি সংবেদনশীল। আপনার ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে শীতল রাখার জন্য ডিভাইস প্রস্তুতকারক এবং বিশেষজ্ঞরা যা বলছেন, তা এখানে দেওয়া হলো :
‘তাপ’ ফোনের কি ক্ষতি করে?
বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইস একটি নির্দিষ্ট তাপমাত্রার সীমার মধ্যে সবচেয়ে ভালোভাবে কাজ করে। অ্যাপল জানিয়েছে, আইফোন এবং আইপ্যাডগুলো ৩২-৯৫ ডিগ্রি ফারেনহাইট (০-৩৫ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রায় ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। অ্যাপল সতর্ক করে যে, অতিরিক্ত তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে ডিভাইসটি তার আচরণ পরিবর্তন করতে পারে। খুব গরম অবস্থায় একটি আইওএস বা আইপ্যাডওএস ডিভাইস ব্যবহার করলে ব্যাটারির আয়ুষ্কাল স্থায়ীভাবে কমে যেতে পারে। ওয়্যারলেস চার্জিং, বড় ফাইল ডাউনলোড, উচ্চমানের ভিডিও স্ট্রিমিং বা অন্য কোনো উচ্চ পাওয়ার বা ডেটানির্ভর কাজ করার সময় ফোন সাময়িকভাবে গরম হতে পারে। স্যামসাং বলেছে যে, এটি স্বাভাবিক এবং পারফরম্যান্স বা ব্যাটারির আয়ুষ্কালকে প্রভাবিত করবে না।
ডিভাইস অতিরিক্ত গরম হলে কী ঘটে?
যদি আপনার ফোন এতটাই গরম হয়ে যায় যে সেটি হাতে ধরে রাখা অস্বস্তিকর হয়, তাহলে স্যামসাং আপনাকে তা ব্যবহার করা বন্ধ করার পরামর্শ দেয়। অতিরিক্ত গরম হয়ে যাওয়া আইফোন ব্যবহারকারীদের একটি সতর্কবার্তা দিয়ে জানিয়ে দেবে যে, ব্যবহারের আগে এটিকে ঠান্ডা হতে হবে। তা ছাড়া অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোও একই ধরনের বার্তা প্রদর্শন করে জানাবে যে, স্ক্রিন ম্লান হয়ে যাবে, অ্যাপস বন্ধ হয়ে যাবে এবং চার্জিং বন্ধ হয়ে যাবে।
যা এড়িয়ে যাবেন
► গরমের দিনে আপনার ডিভাইস গাড়ির ভিতরে ফেলে রাখবেন না।
► দীর্ঘ সময়ের জন্য এটিকে সরাসরি সূর্যের আলোতে রাখবেন না।
অ্যাপল সতর্ক করে যে, খুব গরম আবহাওয়ায় বা দীর্ঘ সময়ের জন্য সরাসরি সূর্যের আলোতে কিছু ফিচার ব্যবহার করা উচিত নয়, যেমন : গাড়ি চালানোর সময় জিপিএস নেভিগেশন, গ্রাফিক্স-ভারী ভিডিও গেম খেলা বা ক্যামেরা ব্যবহার করা।