১১ জুন, ২০১৮ ১৪:১৭

ট্রাম্প-কিম বৈঠকের সময়ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে 'স্যান্তোসা'

অনলাইন ডেস্ক

ট্রাম্প-কিম বৈঠকের সময়ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে 'স্যান্তোসা'

বহুল আলোচিত ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে বৈঠকের সময়ও সিঙ্গাপুরের স্যান্তোসা দ্বীপ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

স্যান্তোষা পুলিশ ও স্যান্তোসা উন্নয়ন করপোরেশন এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। খবর চ্যানেল নিউজ এশিয়ার।  

সংবাদ সম্মেলনে বলা হয়, অন্যান্য দিনের মতো পরিদর্শনের জন্য দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে স্যান্তোসা দ্বীপ। যানবাহন ব্যবস্থাও যথারীতি থাকবে। এর মধ্যে ১২৩টি বাস, শ্যালট বাস, স্যান্তোসা এক্সপ্রেস এবং ক্যাবল কার। তবে ক্যাবল কারের সাহায্যে স্যান্তোসায় প্রবেশকারীদের ব্যাগ তল্লাশি করা হবে। এছাড়া অন্যান্য দর্শনার্থীদের বিক্ষিপ্তভাবে তল্লাশির মুখে পড়তে হতে পারে।

তবে স্যান্তোসা দ্বীপের কাপেল্লা হোটেলে এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হবে না। এই একটি জায়গা ছাড়া দ্বীপের বাকি সব জায়গা দর্শনার্থীদের ঘুরতে কোনো বাধা নেই।

বিডি-প্রতিদিন/১১ জুন, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর