১১ জুন, ২০১৮ ১৪:২৭

যা নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন কিম

অনলাইন ডেস্ক

যা নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন কিম

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) সোমবার বলেছে, তাদের দেশের নেতা কিম জং উন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোরীয় উপসাগরে 'স্থায়ী ও স্থিতিশীল শান্তি বজায় রাখার প্রক্রিয়া' নিয়ে আলোচনা করবেন। এছাড়া পরমাণু নিরস্ত্রীকরণ ও দ্বিপাক্ষিক স্বার্থ সম্পর্কিত বিষয়েও আলোচনা হবে।

কেসিএনএ আরও জানিয়েছে, সিঙ্গাপুরে কিমের সফর সঙ্গী হয়েছেন তার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো, প্রতিরক্ষা মন্ত্রী কোয়াং চোল ও তার বোন কিম ইয়ো জং।

প্রথম বৈঠকের জন্য কিম ও ট্রাম্প রবিবার আলাদা আলাদাভাবে সিঙ্গাপুর পৌঁছান। বিমানবন্দরে দু'জনকেই স্বাগত জানান সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বিবিয়ান বালাকৃষ্ণ। আগামীকাল মঙ্গলবার বৈঠকটি হওয়ার কথা রয়েছে। সূত্র: স্ট্রেইট টাইমস

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর