মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

যানজটে অতিষ্ঠ গাজীপুর নগরবাসী

খায়রুল ইসলাম, গাজীপুর

যানজটে অতিষ্ঠ গাজীপুর নগরবাসী

যত্রতত্র গাড়ি ঘোরানো, কার্যকর ট্রাফিক ব্যবস্থা না থাকা, ফুটপাথ দখল করে দোকানপাট বসানো, রাস্তার পাশে যানবাহন দাঁড়িয়ে থাকা, অননুমোদিত ও অতিরিক্ত রিকশা চলাচলসহ নানা কারণে গাজীপুর শহরের যানজট তীব্র হয়ে উঠেছে। অন্যদিকে, জয়দেবপুর রেলওয়ে জংশনে দিনে ৫০ বার রেল যাতায়াতের ফলে প্রতি ২৪ ঘণ্টায় ৮ ঘণ্টা সিগন্যাল বার নামিয়ে রাখতে হয়। এতে ওই ৮ ঘণ্টা নিয়মিত যানজটের কবলে পড়তে হয়। শহরের নাগরিকদের এ দুর্ভোগ প্রতিদিন মোকাবিলা করতে হয়। দিনের শুরু থেকে রাত ৯টা পর্যন্ত যানবাহনে ঠাসা থাকে। তবে অফিস সময়ের শুরুতে ও বিকালে ছুটির পর বিভিন্ন যানবাহন ও রিকশায় যানজট প্রকট হয়ে পড়ে। এ সময় হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়ে। বিশেষ করে বিদ্যালয়গামী শিশু শিক্ষার্থী ও মহিলাদের অবর্ণনীয় কষ্ট সইতে হয়। গাজীপুর জেলার সব কার্যক্রম রাজবাড়িতে ডিসি অফিসকেন্দ্রিক। এখানে ডিসি অফিস, জেলা পর্যায়ের অধিকাংশ সরকারি অফিস, সব বিচার-আদালত। এসবের আশপাশেই রয়েছে গাজীপুর নগর ভবন, জেলা পরিষদ কার্যালয়, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়, স্টেডিয়াম ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার কালীগঞ্জ এবং কাপাসিয়ায় যাতায়াতের সিএনজি স্টেশনগুলো রাজবাড়ি সড়কের বিভিন্ন জায়গায় পার্কিং নেয়। ঢাকাসহ জেলার ও দেশের বিভিন্ন এলাকা থেকে গাজীপুর শহরে প্রবেশের প্রধান এবং একমাত্র সড়ক হচ্ছে শিববাড়ি-জয়দেবপুর-রাজবাড়ি সড়ক। সড়কটির প্রবেশপথেই শহরের প্রাণকেন্দ্রে রয়েছে রেলক্রসিং। এ রেলক্রসিংয়ের দক্ষিণ পাশেই রয়েছে জয়দেবপুর রেলজংশন। গাজীপুরের কমপক্ষে ৯৫ ভাগ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান জয়দেবপুর রেলক্রসিংয়ের পূর্ব পাড়ে অবস্থিত। একটি ফ্লাইওভার বা জয়দেবপুর রেলজংশন পারাপারে বিকল্প ব্যবস্থা করা গেলে শহরবাসীকে সময়ের অপচয় থেকে রক্ষা করা যায়। পুলিশের টাউন সাব ইন্সপেক্টর (টিএসআই) মো. শহিদুল ইসলাম বলেন, রেলক্রসিংয়ে শহরের জনগণের চরম ভোগান্তি হচ্ছে। রেলক্রসিংয়ের পাশে বিকল্প কোনো রাস্তা নেই। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও পুলিশের গাড়ি যেতে পারে না। শহরে ফ্লাইওভার করা না হলে শুধু ট্রাফিক পুলিশ দিয়ে যানজট নিরসন সম্ভব নয়। সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, এ দুর্ভোগ থেকে মুক্তির জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ খবর