মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

জানুয়ারিতে চালু হচ্ছে পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

জানুয়ারিতে চালু হচ্ছে পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস

জানুয়ারিতে চালু হচ্ছে কুমিল্লার পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস। এতে কমে যাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট। ঘুচবে মানুষের যানজটে আটকা পড়ে হাঁসফাঁস করার দুর্ভোগ।

সূত্র মতে, পদুয়ার বাজারের রেলওয়ে ওভারপাসের দৈর্ঘ্য ৩৪৪.১৭৫ মিটার। পাশে ১১৭ মিটারের র্যাম রয়েছে। ৯০ কোটি টাকা বাজেটের কাজটি করছে বাংলাদেশের পিবিএল ও মালয়েশিয়ান কোম্পানি শিকো। পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাসের কাজ ৯০ ভাগ শেষ। ২০১২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া কাজ গত বছরের ফেব্রুয়ারিতে শেষের কথা থাকলেও তা আগামী জানুয়ারিতে শেষ করে গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে ফোরলেন কর্তৃপক্ষ জানিয়েছেন। কুমিল্লা রেলওয়ের স্টেশন মাস্টার সফিকুর রহমান জানান, এ রেলরুটে প্রতিদিন ৫৬টি ট্রেন চলাচল করে। প্রতি ট্রেনের জন্য ৫ মিনিট করে গেট ফেললে ২৪ ঘণ্টার মধ্যে শাসনগাছা এবং পদুয়ার বাজার রেলক্রসিংয়ে মানুষকে পৌনে ১২ ঘণ্টা সময় নষ্ট করতে হয়। ওভারপাস চালু হলে মানুষের ভোগান্তি কমবে। সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু বলেন, পদুয়ার বাজার রেলক্রসিংয়ের যানজট দেশের লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রী ও পণ্য পরিবহনে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এতে ভোগান্তিতে পড়ছিল এ রুটে চলাচল করা দেশের এক-তৃতীয়াংশ মানুষ। পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস চালু হলে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের মানুষ যানজট থেকে মুক্তি পাবে। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাসে মানুষ দীর্ঘদিন ধরে যানজটের দুর্ভোগ সহ্য করছে। এটি চালু হলে মানুষের ভোগান্তি অনেক কমবে। মহাসড়কের ফোরলেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মাসুম সারোয়ার জানান, ফোরলেন প্রজেক্টের অধীনে নির্ির্মত রেলওয়ে ওভারপাসের অর্ধেক জানুয়ারিতে খুলে দেওয়া হবে। বাকি অর্ধেক জুনের মধ্যে শেষ করা যাবে বলে আশা করা যাচ্ছে।

সর্বশেষ খবর