মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
ফুটওভারব্রিজ

বিমানবন্দর মোড়ে নতুন ফুটওভারব্রিজ প্রস্তুত

বিমানবন্দর মোড়ে নতুন ফুটওভারব্রিজ প্রস্তুত

রাজধানীতে কত জায়গায় অপরিকল্পিতভাবে কত ফুটওভারব্রিজ তৈরি করে রেখেছে সিটি করপোরেশন। অনেক ওভারব্রিজে মানুষ ওঠে না দিনের পর দিন। অথচ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মোড়ে একটি ফুটওভারব্রিজের দাবি দীর্ঘদিনের। সেই দীর্ঘ প্রতীক্ষিত ফুটওভারব্রিজ তৈরি হচ্ছে বিমানবন্দর মোড়ে। ব্রিজের কাঠামোটি শুক্রবার রাতে প্রতিস্থাপন করা হয়েছে। কয়েকদিনের মধ্যে সেটি মানুষ পারাপারের জন্য খুলে দেওয়া হবে বলে জানা গেছে। বাংলাদেশ প্রতিদিনে বিমানবন্দর মোড়ে দড়ি দিয়ে মানুষ আটকে রাখার দৃশ্য নিয়ে একাধিক রিপোর্ট প্রকাশ হওয়ার পর ঢাকা উত্তর সিটি করপোরেশন নতুন ফুটওভারব্রিজ তৈরির উদ্যোগ নিয়েছে। বিমানবন্দর রেলস্টেশনের সামনের পুরনো ফুটওভারব্রিজটির দক্ষিণ পাশে ও গোলচত্বরের উত্তরে নতুন ফুটওভারব্রিজ তৈরির কাজ প্রায় শেষ। এর ফলে প্রতিদিনের দড়ি থেরাপির দৃশ্য দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বন্ধ হবে পারাপারের বিশৃঙ্খলা।   ছবি : জয়ীতা রায়

সর্বশেষ খবর