শিরোনাম
মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা

চত্বরের সৌন্দর্য বাড়ছে কুমিল্লায়

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

চত্বরের সৌন্দর্য বাড়ছে কুমিল্লায়

কুমিল্লা নগরীর চত্বরগুলোর সৌন্দর্য বাড়ানো হচ্ছে। নতুন রূপে সাজানো হচ্ছে সেগুলোকে। কান্দিরপাড় পূবালী চত্বরের চার পাশে কুমিল্লার ঐতিহাসিক স্থান ও প্রতিষ্ঠানের ১১টি ছবি লাগানো হয়েছে। সেগুলো হচ্ছে— কোটবাড়ি, বার্ড, দারোগাবাড়ি মাজার, রানীর কুঠি, গোমতী নদী, কুমিল্লা শিক্ষা বোর্ড প্রভৃতি। এগুলো পাথর দিয়ে বসানো হয়েছে। উপরে পৃথিবীর একটি মডেল বসানো হয়েছে। তিন পাশে তিনটি পিলারে তিনটি টিভি বসানো হবে। এ ছাড়া আরও সাজানো হচ্ছে রাজগঞ্জ চত্বর, শিল্পকলা চত্বর, ফৌজদারি চত্বর, পুলিশ লাইন চত্বর প্রভৃতি। শিল্পকলা চত্বরে স্থান পাচ্ছে মুক্তিযুদ্ধে শহীদ কুমিল্লার সাবেক ডিসি শামসুল হক, সাবেক এসপি মুন্সী কবির উদ্দিন, কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খান, উপমহাদেশ বিখ্যাত সংগীত শিল্পী শচীন দেব বর্মণ, ভাষা সৈনিক ধীরেন্দ্র নাথ দত্ত, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার রফিকুল ইসলামসহ ৯ জন গুণী ব্যক্তির ছবি। পুলিশ লাইন চত্বরে থাকবে স্বাধীনতা যুদ্ধে ব্যবহার করা থ্রি নট থ্রি রাইফেলের আদলে ২২ ফুট লম্বা রাইফেলের একটি মডেল। ফৌজদারি চত্বরে আল্লাহর গুণবাচক ৯৯ নাম স্থাপন করা হবে। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, শবনম আর্ট হল নামের একটি প্রতিষ্ঠান চত্বরের সৌন্দর্য বর্ধনের কাজগুলো করছে। কাজ শেষ হলে নগরীর সৌন্দর্য আরও বাড়বে বলে আমি মনে করি। তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি হয়েছে, তারা নিজ খরচে এগুলো নির্মাণ করবে। এগুলো রক্ষণাবেক্ষণের সঙ্গে তারা সিটি করপোরেশনকে একটা নির্দিষ্ট পরিমাণ ভাড়া পরিশোধ করবে।

সর্বশেষ খবর