মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা

দুই সড়কে চলাচলে ভোগান্তি

কাজী শাহেদ, রাজশাহী

দুই সড়কে চলাচলে ভোগান্তি

দেখে বোঝার উপায় নেই নগরীর কোন সড়ক। ভাঙাচোরা এ সড়ক দিয়ে চলছে সব ধরনের যানবাহন। দীর্ঘদিন ধরে সংস্কার না করেই ফেলে রাখা হয়েছে। রাজশাহী মহানগরীর ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের এ সড়কগুলো এখন স্থানীয়দের ভোগান্তি বাড়িয়েছে কয়েকগুণ। সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এমন দাবি করেছে রাজশাহী সিটি করপোরেশন। রুয়েটের পেছন দিয়ে খড়খড়ি বাইপাশ পর্যন্ত গেছে সড়কটি। এটি ২৭ নম্বর ওয়ার্ডের। ভাঙাচোরা এ সড়কটি দিয়ে চলে সব ধরনের যানবাহন। ঝুঁকি নিয়ে চলছে ট্রাক, অটোরিকশা। ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। স্থানীয় তসলিম জানান, তিন বছর ধরে সড়কটি মেরামত না করে ফেলে রাখা হয়েছে। বর্ষা হলে এ সড়ক দিয়ে চলাচল দায় হয়ে পড়ে।  বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে মেহেরচণ্ডী পর্যন্ত এ সড়কটি সংস্কার না করে ফেলে রাখা হয়েছে তিন বছর ধরে। ধুলা আর খোয়ায় চলা দায় সড়কটি দিয়ে। শাহাদত হোসেন জানান, ভাঙাচোরা সড়ক দিয়ে তাদের চলতে কষ্ট হয়। খোয়ার কারণে খালি পায়ে হাঁটা দায় হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সংস্কারের উদ্যোগ না নেওয়ায় এ অঞ্চলের মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। আসছে বর্ষায় এ সড়কগুলো দিয়ে চলাচলে বাড়বে আরও ভোগান্তি। রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযিম জানান, সড়ক দুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় অর্থও বরাদ্দ করা হয়েছে। শিগগিরই সড়ক দুটির সংস্কার কাজ শুরু হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর