মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সৌন্দর্যের টাইলসে আতঙ্ক

কাজী শাহেদ, রাজশাহী

সৌন্দর্যের টাইলসে আতঙ্ক

রাজশাহী মহানগরীর সৌন্দর্য বাড়াতে ফুটপাথে বসানো হয়েছিল টাইলস। সেই টাইলস এখন পথচারীদের আতঙ্কের কারণ। কোথাও ভেঙে সৃষ্টি হয়েছে বড় গর্তের, কোথাও টাইলসের হদিস নেই। দীর্ঘদিন ধরেই চলছে নগরীর ফুটপাথের এই সৌন্দর্যহানি। ৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা এই ফুটপাথ দুই বছরের মধ্যেই নষ্ট হতে শুরু করেছে। নগরীর তালাইমারী থেকে ভদ্রা এবং রেলগেট থেকে ভেড়িপাড়া এলাকা পর্যন্ত রাস্তার দুই ধারে টাইলস বসানো হয়েছে। সেই টাইলসগুলো ভেঙে রাস্তা থেকে উঠে সেখানে মাটি দেখা যাচ্ছে। আবার কোথাও কোথাও টাইলস ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। কলাবাগান এলাকার শহিদুল ইসলাম জানান, ড্রেন নির্মাণ করতে গিয়ে ফুটপাথের একটি অংশ ভেঙে ফেলেন শ্রমিকরা। এরপর আর সেই ভাঙা অংশ মেরামত হয়নি। ওই এলাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গৃহবধূ সেলিনা জানান, ফুটপাথের টাইলস রাতের আঁধারে চুরি হয়ে যাচ্ছে। সৃষ্টি হচ্ছে বড় বড় গর্তের। কোথাও ড্রেনের ওপর থেকে টাইলস ভেঙে যাওয়ায় বিপজ্জনক হয়ে উঠেছে। ফুটপাথে থাকা ড্রেনের মুখগুলো খোলা থাকায় পথচারীরা দুর্ঘটনায় পড়ছেন। টাইলস উঠে গর্ত হয়ে পড়ায় অনেকেই ড্রেনের মধ্যেও পড়ে যাচ্ছেন। কাদিরগঞ্জ এলাকার সিরাজুল ইসলাম জানান, বয়স্করা মসজিদে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ছেন। সিটি করপোরেশনের কাছে অভিযোগ করেও লাভ হচ্ছে না।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক জানান, এসব কাজ স্থায়ী নয়। যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হবে। অর্থ বরাদ্দ না থাকায় আপাতত সেগুলো মেরামত করা যাচ্ছে না। ফুটপাথের সৌন্দর্য ধরে রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর