মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ট্রাফিক পুলিশের বিরামহীন সেবা

আফজাল, গাজীপুর সিটি

ট্রাফিক পুলিশের বিরামহীন সেবা

গাড়ি পারাপার ও যানজট নিরসনে বিরামহীন পরিশ্রম করছে গাজীপুরের ট্রাফিক পুলিশ। রোদ বৃষ্টি আর ধুলা-ময়লা নিত্যদিনের সঙ্গী তাদের। জনবল কম থাকায় নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টেও ট্রাফিক পুলিশ নেই। এতে একদিকে যানজট অন্যদিকে সড়ক দুর্ঘটনারও শিকার হচ্ছেন অনেকে। গাজীপুর ও ঢাকাগামী প্রধান প্রবেশ মুখ আবদুল্লাপুর। মিরপুর থেকে ছেড়ে আসা প্রায় এক হাজার গাড়ি আবদুল্লাপুর থেকে ইউটার্ন নিয়ে আবার মিরপুরে ফিরে যায়। এতে গাজীপুর থেকে ছেড়ে আসা গাড়িগুলো আবদুল্লাহপুর এসে আটকে পড়ে যানজটের শিকার হয়। আর এই যানজট এড়াতে গিয়েই ট্রাফিক পুলিশ অক্লান্ত পরিশ্রম করছেন।

সরেজমিন ঘুরে দেখা যায়, গাড়ি পারাপার ও যানজট নিরসনে হাড়ভাঙা পরিশ্রমে ক্লান্ত গাজীপুরের ট্রাফিক পুলিশ। কর্মকর্তাসহ মাত্র ৯০ জন পুলিশ সদস্য দিয়ে চলছে গাজীপুরের ট্রাফিক বিভাগ। এর মধ্যে অসুস্থতা ও ভিআইপি ডিউটির জন্য জেলার বাইরেও যেতে হয় অনেককে। পর্যাপ্ত লোকবল না থাকায় ডিউটির চাপে গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েন অনেকে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হচ্ছে টঙ্গী ব্রিজ, টঙ্গী বাজার, টঙ্গী স্টেশনরোড, কামাড়পাড়া রোড, মন্নু গেট, চেরাগ আলী, কলেজ গেট, গাজীপুরা, তারগাছ, বড়বাড়ি, বোর্ড বাজার, আইটিসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মালেকের বাড়ি, জয়দেবপুর চৌরাস্তা, শিববাড়ী, রাজবাড়ি, মিরের বাজার, চন্দ্রা চৌরাস্তা। এসব গুরুত্বপূর্ণ অনেক পয়েন্টে ট্রাফিক পুলিশ না থাকায় অনেকে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার, যানজটসহ নানা দুর্ভোগের শিকার হচ্ছেন। বাসচালক বেলায়েত হোসেন বলেন, মিরপুর থেকে ছেড়ে আসা জাবালে নূর, বেঙ্গলসহ শত শত গাড়ি প্রতিদিন আবদুুল্লাপুর দিয়ে ইউটার্ন নিয়ে খন্দকার সিএনজি পাম্প হয়ে পুনরায় মিরপুর ফিরে যায়। এতে গাজীপুর থেকে ঢাকাগামী বাস আবদুল্লাপুর গিয়ে আটকে পড়ে। সৃষ্টি হয় তীব্র যানজটের। স্থানীয় এক বাসিন্দা বলেন, আবদুল্লাহপুরে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের রহস্যজনক কারণে মিরপুরের গাড়ি আবদুল্লাহপুরে ইউটার্ন নিচ্ছে। এতে ঢাকাগামী বাস আবদুল্লাহপুর এসে আটকে পড়ে পুরো গাজীপুরে যানজট দেখা দেয়। ফলে ট্রাফিক পুলিশ ও সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হন। গাজীপুর ট্রাফিকের এক পুলিশ সদস্য বলেন, রোদে দাঁড়িয়ে ডিউটি করতে করতে কাহিল হয়ে যাচ্ছি। সকালে ডিউটি শুরু করলে শেষ হওয়ার টাইম নেই। এ বিষয়ে আবদুল্লাহপুরের ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজ বলেন, যেসব গাড়ির আবদুল্লাপুর পর্যন্ত রোড পারমিট রয়েছে তারাই আবদুল্লাপুর দিয়ে ইউটার্ন নিচ্ছে। যাদের রোড পারমিট নেই তারা সুইচ গেট কিংবা কামারপাড়া দিয়ে ইউটার্ন নিচ্ছে।  এ ব্যাপারে গাজীপুর ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) সোহরাব হোসেন বলেন, নগরীর ব্যস্ততম সড়কের গুরুত্বপূর্ণ অর্ধ-শতাধিক পয়েন্টে কর্মপক্ষে ১০০ জন কনস্টেবল প্রয়োজন। অথচ সেখানে মাত্র ৩৪ জন কনস্টেবল রয়েছে। জনবল কম থাকায় অনেক জায়গায় ট্রাফিক পুলিশ দেওয়া যাচ্ছে না। ফলে যানজটে অনেকেই অতিরিক্ত ডিউটি করছে। তবে ঢাকাগামী বাসগুলো আবদুল্লাহপুর গিয়ে আটকে পুরো গাজীপুরে যানজটের সৃষ্টি হয়। সমস্যাটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের দুর্ভোগ কমবে না।

সর্বশেষ খবর