মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

রাতের সৌন্দর্যে ৮ কোটি টাকার সড়কবাতি

শাহজাদা মিয়া আজাদ, রংপুর

রাতের সৌন্দর্যে ৮  কোটি টাকার সড়কবাতি

রাতের সৌন্দর্য বাড়াতে রংপুর সিটি করপোরেশন (রসিক) এলাকায় ১৬ কিলোমিটার সড়কে সোলার সড়কবাতি স্থাপন করা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি টাকা। এ প্রকল্প বাস্তবায়ন হলে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, তেমনি রাতের সড়কে চলাচল নিরাপদসহ নিরবচ্ছিন্ন আলোর সুবিধা পাবে স্থানীয় জনগণ। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরীর দমদমা সেতুর উত্তর প্রান্ত থেকে শুরু করে মডার্ন মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও মেডিকেল মোড় হয়ে হাজিরহাট হাসনাবাজার পর্যন্ত রংপুর-দিনাজপুর মহাসড়ক এবং কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে নিসবেতগঞ্জ সেতু পর্যন্ত রংপুর-বদরগঞ্জ সড়কে সোলার সড়কবাতি স্থাপন করা হচ্ছে। ২০১৬ সাল থেকে মূল নগরীর বাইরে ১৬ কিলোমিটার এলাকায় সোলার সড়কবাতি স্থাপনের কাজ শুরু হয়। এতদিন ল্যাম্পপোস্ট স্থাপনের ভিত্তি নির্মাণ করা হয়। এখন ল্যাম্পপোস্ট স্থাপনসহ বাতি লাগানোর কাজ চলছে। ২৫ থেকে ৩০ মিটার দূরত্বে একটি করে ল্যাম্পপোস্ট স্থাপন করা হচ্ছে। প্রতিটি ল্যাম্পপোস্টে থাকছে এলইডি ও নন এলইডি সোলার বাতি। এসব এলাকায় আগে রাতে সড়কবাতির কোনো ব্যবস্থা ছিল না। রাতে মানুষ নিরাপত্তা ঝুঁকিতে চলাচল করত। ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারিয়েছে অনেকেই। ২০১৫ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত নগরীর ধর্মদাস ও পাগলাপীর এলাকায় ছিনতাইকারীর হাতে দুই ব্যবসায়ী খুন হন। এক সাংবাদিককে কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা। মোটরসাইকেল ছিনতাই হয় ১৫টি। সূত্র জানায়, সোলার স্ট্রিট লাইটিং প্রোগ্রাম ইন সিটি করপোরেশন প্রকল্পের আওতায় এসব সড়কবাতি স্থাপন করা হচ্ছে। এডিবির অর্থায়নে ঢাকা গ্লোরিয়া টেকনোলজি কোম্পানি এই প্রকল্প বাস্তবায়ন করছে। ঠিকাদার জুয়েল মিয়া জানান, ইতিমধ্যে ৫৫ ভাগ কাজ শেষ হয়েছে। ডিসেম্বরের মধ্যেই পুরো কাজ শেষ হলে একসঙ্গে সব বাতি জ্বলে উঠবে। সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সোলার সড়কবাতি যখন জ্বলবে তখন মানুষ নিরাপদে চলাচল করতে পারবে। বিদ্যুৎ সাশ্রয়ও হবে। পর্যায়ক্রমে পুরো সিটি করপোরেশন এলাকার প্রধান সড়ক সোলার সড়ক বাতির আওতায় আনা হবে।

সর্বশেষ খবর