মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইজিবাইক গলার কাঁটা

সামছুজ্জামান শাহীন, খুলনা

ইজিবাইক  গলার কাঁটা

খুলনা মহানগরীর সবগুলো সড়কই এখন ব্যাটারিচালিত ইজিবাইকের দখলে। স্বল্পভাড়ায় দ্রুত যাতায়াতের সুবিধার কারণে নগরবাসী ঝুঁকি নিয়েই ইজিবাইক ব্যবহার করেন। তবে চালকরা সড়কে নিয়ম-নীতির তোয়াক্কা না করায় নগরজুড়ে সৃষ্টি হয় সীমাহীন যানজট। পাশাপাশি সিন্ডিকেটের কারণে শহরের মধ্যে টাউন সার্ভিস বা গণপরিবহন চলতে না পারায় ভোগান্তি বাড়ছে। জানা যায়, মহানগরীতে চলাচলকারী ইজিবাইকের সংখ্যা প্রায় ৩৫ হাজার। ২০১১ সালে দুই হাজার ইজিবাইকের লাইসেন্স দেয় খুলনা সিটি করপোরেশন। বাকি ইজিবাইকগুলোর কোনো লাইসেন্স নেই। চালকদেরও নেই কোনো ড্রাইভিং লাইসেন্স। এমনকি অধিকাংশ চালকের ট্রাফিক আইন সম্পর্কে ন্যূনতম ধারণা নেই। গাড়িতে যাত্রী ওঠাতে-নামতে যেখানে-সেখানে পার্কিং ও বেপরোয়া চলাচলের কারণে মহানগরীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিআরটিএ’র খুলনা অফিসের উপ-পরিচালক জিয়াউল হাসান জানান, একটি বিভাগীয় শহর ইজিবাইক কিংবা মাহেন্দ্রের কাছে জিম্মি হয়ে যেতে পারে না। নগরবাসীর নির্বিঘেœ চলাচলের জন্য সাইক্লিং সিস্টেমে শহরজুড়ে টাউন সার্ভিস বা নগর পরিবহন চলতে পারে।  জানা যায়, বিআরটিএ পরিবহন মহানগরীর রূপসা ফেরিঘাট থেকে ফুলতলা-নওয়াপাড়া, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ডুমুরিয়া-চুকনগর, চুকনগর থেকে জিরো পয়েন্ট হয়ে রূপসা সেতু, খালিশপুর থেকে রূপসা ফেরিঘাট পর্যন্ত টাউন সার্ভিস বা নগরপরিবহন চালাতে আগ্রহী। কিন্তু প্রভাবশালী সিন্ডিকেটের কারণে এসব রুটে নগর পরিবহন নামতে পারছে না। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর খুলনা জেলা সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই খুদা জানান, পরিবহন খাত পুরোটাই রাজনৈতিকভাবে দখলে। সড়কে শৃঙ্খলা ফেরাতে বিকল্প ব্যবস্থা রাজনৈতিক নেতৃত্বকে খুঁজে বের করতে হবে। তিনি বলেন, শহরের মধ্যে স্বল্প দূরত্বে টাউন সার্ভিস চালু ও ইজিবাইকগুলোকে লাইসেন্স দিয়ে নির্দিষ্ট রুটের আওতায় আনা গেলে সড়কে দুর্ঘটনা ও ভোগান্তি কমবে।

তবে মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম মানিক বলেন, অসৎ কোনো কাজ না করে বেকার যুবকরা ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছে। আমরাও ইজিবাইকের নিয়ন্ত্রিত চলাচলে পদক্ষেপ নিতে আগ্রহী। কিন্তু ইজিবাইকের রুট নির্ধারণ ও লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়েও কোনো পদক্ষেপ বাস্তবায়ন করেনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর