মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
পাঠক প্রতিবেদন

অনাকাক্সিক্ষত লোকাল বাস তুলে নেওয়া হোক

অনাকাক্সিক্ষত লোকাল বাস তুলে নেওয়া হোক

রাজধানীতে বিভিন্ন পেশার মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী অনেকেরই যাতায়াতের প্রধান ভরসা লোকাল বাস। আর এ লোকাল বাসের অবস্থা খুবই দুঃসহনীয়। এ যেন যত ট্রিপ ততই টাকা অর্জনের হাতিয়ার। তাই তো ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী তোলা হচ্ছে। লোকে লোকারণ্য, সিট ভর্তি হওয়া তো রয়েছেই, মাঝখানের যাতায়াতের পথটুকু পর্যন্ত পূর্ণ। তথাপি আরও যাত্রী গাড়িতে তুলতে হেলপারের তাড়নার শেষ নেই। চাপাচাপি আর ঠেলাঠেলিতে যাত্রীদের নাজেহাল অবস্থা। ফলে গন্তব্যস্থানে গাড়ি থামা সত্ত্বেও ভিড় ঠেলে পেছনের যাত্রীদের নামতে খুবই কষ্ট ভোগ করতে হয়। এছাড়া আজকাল অধিকাংশ লোকাল বাসই বেশ পুরনো, দুর্বল কাঠামো, বাসের সিট, বডি ধুলাবালিতে দূষিত ও অপরিচ্ছন্ন। ফলে যাত্রীদের পোশাক-পরিচ্ছদ নষ্ট হচ্ছে। লোকাল বাসগুলোর এই অপরিচ্ছন্ন অবস্থা থেকে যাত্রীদের মুক্তি মিলছে না।

এক ধরনের দুর্গন্ধও ছড়াচ্ছে এসব বাস থেকে। এ দূষণের ফলে যাত্রীরা বিভিন্ন ধরনের রোগ-জীবাণুতে আক্রান্ত হচ্ছে, স্বাস্থ্য খারাপ হচ্ছে। যেমন- ঠাণ্ডা, কাশি, চোখের বিভিন্ন সমস্যা, ফুসফুসের রোগ, ভাইরাসজনিত রোগ ইত্যাদি। সুতরাং দেশের সর্বত্র উন্নতমানের লোকাল বাসের ব্যবস্থা হোক, পুরাতন এবং যান্ত্রিক ত্রুটিপূর্ণ বাসগুলো রাস্তা থেকে তুলে নেওয়া হোক। যাত্রীদের হয়রানি বন্ধ এবং যত ট্রিপ তত টাকা- এ ধারণার অবসান ঘটুক। যত সিট, তত যাত্রীই যেন তোলা হয়, এর বেশি নয়। আর বাসচালক ও সংশ্লিষ্ট কর্মচারীদের বেতন সুনির্দিষ্ট করা হোক, দক্ষ বাসচালক নিয়োগ করা হোক। সুস্থ, সুন্দর জীবন হোক সবার, নিজে বাঁচি অপরকে বাঁচাই।

মো. মাসুদ রানা

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

সর্বশেষ খবর