মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পাঁচ হাজার লাইসেন্সে ৩৮ হাজার অটো

রেজাউল করিম মানিক, রংপুর

পাঁচ হাজার লাইসেন্সে ৩৮ হাজার অটো

রংপুর সিটি করপোরেশনের ৪ হাজার ৮০০ বৈধ লাইসেন্সের বিপরীতে প্রতিদিন প্রায় ৩৮ হাজারের বেশি অটোরিকশা চলাচল করে। এ কারণে নগরীর পাবলিক কাচারী বাজার থেকে প্রেস ক্লাব পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে ভোগান্তিতে পড়ছে নগরবাসী। রংপুর মহানগরীর মডার্ন মোড়, পার্কের মোড়, কলেজ রোড, লালবাগ, শাপলা চত্বর, গ্রান্ড হোটেল মোড়, জাহাজ কোম্পানি মোড়, সুপার মার্কেট ট্রাফিক মোড়, সিটি বাজার মোড়, কাচারী বাজার জিরো পয়েন্ট, মেডিকেল মোড়, সাতমাথা মোড়, মাহিগঞ্জ, কেন্দ্রীয় বাস টার্মিনাল রোডে প্রতিদিনই কোনো না কোনো সময় যানজটে আটকা পড়তে হয় নগরবাসীকে। এতে করে অনেক সময় চরম ভোগান্তিতে পড়ে মানুষ। নগরীর প্রধান সড়কগুলোর দুধারের পুরোটাই অটোরিকশা আর হকারদের দখলে গেছে। এসব দখলমুক্ত করতে এবং অবৈধ অটোরিকশার লাগাম টেনে ধরতে পুলিশ ও নগরপিতার ব্যর্থতাকে দায়ী করছেন নগরবাসী। নগরীর শালবন এলাকার সাদ্দাম হোসেন টিটু বলেন, রংপুরে এখন হাজার হাজার অটোরিকশা চলছে। শহরের পাশাপাশি পাশের উপজেলাগুলো থেকেও এখানে অটোরিকশা আসছে। এতে প্রতিদিনই নগরীর প্রধান সড়কসহ অলিগলির সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। বাসা থেকে বের হয়ে ভালোভাবে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। সিটি করপোরেশন ও মেট্রোপলিটন পুলিশ চাইলে সব কিছু করতে পারে। কিন্ত তারা কিছু করছে না। রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রশীদ বাবু বলেন, নগরীর অধিকাংশ অটোরিকশার চালক অদক্ষ ও অযোগ্য। বেপরোয়া অটোরিকশার কারণে দুর্ঘটনা ঘটছে। যা সিটি করপোরেশনসহ আইন প্রয়োগকারী সংস্থা দেখেও না দেখার ভান করে যাচ্ছে। আমরা সাংবাদিকরা পুলিশের নগর কমিশনার ও মেয়রকে আলাদা আলাদাভাবে বলেছি এর সমাধান করতে কিন্ত আজ পর্যন্ত তা করা হয়নি। রংপুর জেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার কবির সুমন বলেন, অবৈধ অটোরিকশার কমাতে আমরা একাধিকবার সিটি করপোরেশনকে অনুরোধ করেছি। কিন্তু সিটি করপোরেশনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে না নেওয়ায় লাইসেন্সবিহীন অটোরিকশার নগরীতে পরিণত হয়েছে রংপুর। রংপুর সিটি করপোরেশনের লাইসেন্স শাখার কর্মকর্তা হাসান গোর্কি বলেন, রংপুরে অটোরিকশার লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে। নতুন করে আর কোনো লাইসেন্স ইস্যু হয়নি। বিগত সময়ের দেওয়া ৪ হাজার ৮০০ লাইসেন্সই বহাল রয়েছে। সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, নগরীতে অবৈধ অটোরিকশার চলাচল বন্ধে আমরা বেশকিছু পদক্ষেপ নিয়েছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এই অবস্থার পরিবর্তন আসবে। নগরীর প্রধান সড়কগুলোতে গণপরিবহন সেবা চালুর জন্য মোটর মালিক সমিতির সঙ্গে কথা বলেছি।  রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেন, মহানগরীর ফুটপাথ দখলমুক্তসহ যানজট নিরসনে আমরা বেশকিছু পরিকল্পনা নিয়েছি। নগরীতে অবৈধ যানবাহনের প্রবেশ নিষেধ ও দখলে রাখা ফুটপাথ পথচারীদের ব্যবহারে ছেড়ে দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নেব।

 

সর্বশেষ খবর