মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সিঁড়ির দেয়ালে বায়ান্ন থেকে একাত্তর

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

সিঁড়ির দেয়ালে বায়ান্ন থেকে একাত্তর

দ্বিতীয় তলার সিঁড়ি। সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে থামতেই হবে। কারণ, সিঁড়ির দেয়াল জুড়ে বাঙালির জেগে ওঠার সব জীবন্ত ইতিহাস। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস এখানে দৃষ্টিনন্দন করে ফুটিয়ে তোলা হয়েছে। সিঁড়ির তথ্যচিত্রের নাম দেওয়া হয়েছে ‘অরুণোদয়ের অগ্নিশিখা’।

সরেজমিন গিয়ে দেখা যায়, সিঁড়ির দেয়ালে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু ১৯৭১ সালের বাঙালির আত্মত্যাগের ইতিহাস উঠে এসেছে। সেখানে রয়েছে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের তথ্যচিত্রও। কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব অর্থায়নে তথ্যচিত্রগুলো স্থাপন করা হয়। কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের নিচতলা থেকে দ্বিতীয়তলা পর্যন্ত পুরো দেয়ালজুড়ে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাসের চিত্র স্থাপন করা হয়েছে। ২০১৮ সালের গত ২৯ ডিসেম্বর কর্নারটির উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান। কর্নারটিতে শোভা পেয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও সমসাময়িক ঘটনার প্রতিচ্ছবি, ৬ দফা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান ও অভ্যুত্থানে নিহত শহীদদের ছবি, বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত  জীবনী ও স্বদেশ প্রত্যাবর্তনের ছবি, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনীর নৃশংস হত্যাকা- ও বর্বরতার ছবি, সাতজন বীরশ্রেষ্ঠের বীরত্বগাথা ও তাদের সংক্ষিপ্ত পরিচয়, মুক্তিযুদ্ধকালীন তথ্যচিত্র, পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা, বুদ্ধিজীবী হত্যাকা-, প্রবাসে স্বাধীনতা আন্দোলন, উত্তাল মার্চ, ১৯৭০-এর নির্বাচনের গুরুত্বপূর্ণ তথ্যচিত্র এবং বাংলাদেশের ঐতিহাসিক ঘটনার আবহে রচিত বেশ কিছু কবিতা। গণমাধ্যমে প্রকাশিত একাত্তরের যুদ্ধদিনের চিত্র। এ ছাড়া বঙ্গবন্ধুর বংশ পরিচয় এবং ফুটবল খেলায় গোপালগঞ্জের ট্রফি হাতে বঙ্গবন্ধুর একটি ছবি ঠাঁই পেয়েছে কর্নারটিতে। কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল বলেন, সিভিল সার্জন অফিসের সিঁড়ির দেয়ালের তথ্য কর্নারটি দেখেছি। এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী উদ্যোগ। এজন্য সিভিল সার্জন ধন্যবাদ পেতে পারেন। এর মাধ্যমে বাঙালির ত্যাগ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে। এতে অন্যরাও অনুপ্রাণিত হবে। এ বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, বাঙালি জাতির বীরত্বগাথা তুলে ধরতে এই কর্নারটি করা হয়েছে। কার্যালয়ে প্রবেশপথে কোনো ব্যক্তি যদি সামান্য সময়ের জন্য হলেও এ তথ্যচিত্র দেখে অনুপ্রাণিত হয় তবেই এ কাজটি সার্থক হবে। তৃতীয় তলার সিঁড়ির দেয়ালেও জাতীয় নেতাদের তথ্যচিত্র স্থাপন করা হবে।

সর্বশেষ খবর