মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

কলোনির জমিতে দোকান দুর্ভোগে বাসিন্দারা

আলী রিয়াজ

কলোনির জমিতে দোকান দুর্ভোগে বাসিন্দারা

সরকারি কলোনির জমিতে দোকান তুলে ভাড়া দিচ্ছে একটি চক্র। কলোনিবাসীর খেলার মাঠ দখল করে এই দোকান তোলা হয়েছে। এমনকি কলোনিবাসীর হাঁটার পথ বন্ধ হয়ে গেছে এসব দোকানের কারণে। দুটি ভবন নির্মাণ করে অবৈধভাবে গ্যাস ও পানির সংযোগও দেওয়া হয়েছে। এ থেকে ভাড়া তুলে একটি চক্র তা আত্মসাৎ করছে বলে অভিযোগ রয়েছে। দুটি ভবনের চলার পথ বন্ধ করে দোকান তৈরি করা এই চক্রে মূল হোতা গণপূর্ত অধিদফতরের টাইপিস্ট সুলতান আহমেদ। তার নাম উল্লেখ করে গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী ও দুদক চেয়ারম্যানের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন স্টাফ কোয়ার্টারের ৭ ও ৮ নং ভবনের বাসিন্দারা।

সংশ্লিষ্ট এলাকায় গিয়ে দেখা গেছে, খিলগাঁও সরকারি স্টাফ কোয়ার্টারের মূল সড়ক সংলগ্ন একটি মসজিদ। এই মসজিদের পাশেই ৭ ও ৮ নম্বর ভবন। ভবন দুটির প্রবেশ পথ আটকে তৈরি করা হয়েছে কয়েকটি দোকান। এখানেই আরেক ভবনের বাসিন্দা টাইপিস্টের চাকরি করা সুলতান আহমেদ বহিরাগত কয়েকজনকে নিয়ে একটি কমিটি গঠন করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। প্রতিমাসে এই দোকান ভাড়া দিয়ে কয়েক লাখ টাকা উত্তোলন করে নিজেরাই ভাগবাটোয়ারা করে নিচ্ছেন। এতে ৭ ও ৮ নম্বর ভবনের বাসিন্দাদের চলার পথ রুদ্ধ হয়ে গেছে। বিষয়টি নিয়ে গণপূর্ত অধিদফতর একটি তদন্ত কমিটি গঠন করেছে। এসডি হাসিনুর রহমানকে প্রধান করে গঠিত ওই কমিটি কয়েক মাস পার হলেও কোনো পদক্ষেপ নেয়নি। এতে দুর্ভোগ পোহাচ্ছে কলোনির বাসিন্দারা। গণপূর্ত অধিদফতরের ডিভিশন-৪ এর নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মণ্ডল এ বিষয়ে বলেন, আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তারা রিপোর্ট এখনো দেয়নি। রিপোর্ট পেলে পদক্ষেপ নেওয়া হবে। সরকারি জমিতে কোনোভাবে বিশেষ করে কলোনিতে অনুমতি ছাড়া কোনো ধরনের স্থাপনা করা যাবে না।

 

সর্বশেষ খবর