মঙ্গলবার, ২৮ মে, ২০১৯ ০০:০০ টা

গাজীপুরে যানজট নিরসনে নানা উদ্যোগ

আফজাল, টঙ্গী

গাজীপুরে যানজট নিরসনে নানা উদ্যোগ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টঙ্গী ও গাজীপুর এলাকার রাস্তায় মাঝে মাঝেই দুঃসহ যানজট লেগে যায়। যানজট লাগে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে। অতিরিক্ত যানবাহনের চাপ আর চলমান বিআরটি প্রকল্পের নির্মাণ কাজের কারণে এই রাস্তায় মানুষের ভোগান্তির শেষ নেই। তবে গাজীপুরের যানজট নিরসনে বিরামহীনভাবে কাজ করছে জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন। এই সংগঠনের নিয়োজিত ট্রাফিক পুলিশের সহযোগী সদস্যরা যানজট রোধে নিয়মিত কাজ করছে। সড়ক ও মহাসড়কের বিভিন্ন প্রবেশপথ, ইউটার্নে পথচারীদের ও গাড়ি পারাপারে উল্লেখযোগ্য ভূমিকায় রাখছে ৩২৭ জন সহযোগী সদস্য। গাজীপুর সিটি করপোরেশন মেয়র জাহাঙ্গীর আলম দায়িত্ব নেওয়ার পর থেকে ২০০ জনকে সিটি করপোরেশন থেকে বেতন দিচ্ছেন, বাকি ১২৭ জনের বেতন এখনো ব্যক্তিগতভাবে বহন করছেন। সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ট্রাফিকের এই সহযোগী সদস্যরা সিটি এলাকার যানজট লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরেজমিন ঘুরে দেখা যায়, রাজধানীর সন্নিকটে দেশের সর্ববৃহৎ গাজীপুর সিটি করপোরেশন। শিল্পনগরী ও ব্যস্ততম এই শহরে লাখ লাখ লোকের বসবাস এবং প্রতিদিন লাখ লাখ মানুষ এই শহরের ওপর দিয়ে নানান যানবাহনে বিভিন্ন জেলায় প্রবেশ করছেন। যে কারণে সড়ক-মহাসড়কে যানজট প্রতিনিয়ত। আর এই যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি রয়েছে সিটি করপোরেশন কর্তৃক দেওয়া তিন শতাধিক ট্রাফিক পুলিশের সহযোগী সদস্য। টঙ্গীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফয়সাল আহম্মেদ সজীব বলেন, মেয়র জাহাঙ্গীর আলম নিজ উদ্যোগে শত শত ট্রাফিক সহযোগী দেওয়ার ফলে মানুষের অনেক উপকার হচ্ছে।

সিটি করপোরেশন কর্তৃক দেওয়া ট্রাফিক বিভাগের প্রধান সমন্বয়কারী আশরাফুল আলম রানা বলেন, এসব সহযোগী সদস্য কেউ কাজে ফাঁকি কিংবা দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে নেওয়া হয় কঠোর ব্যবস্থা। যার ফলে তারা সমসময় তৎপর থাকেন। টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন বলেন, যানজট নিরসনে থানা-পুলিশও কাজ করছে। গাজীপুর মেট্রো ট্রাফিক পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার থোয়াইঅংপ্রু মারমা বলেন, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দুই শতাধিক সদস্য কাজ করছে, আরও জনবলের প্রয়োজন রয়েছে। তবে সিটি করপোরেশন বেশ কিছু সহযোগী সদস্য দেওয়ায় অনেক কাজে আসছে। গাজীপুর সিটি মেয়র বলেন, যানজটের কারণে মানুষ ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকেন, সেই যানজট কমাতে আমি ব্যক্তিগতভাবে পুলিশের সহযোগী হিসেবে তিন শতাধিক সদস্য দেই। তারা বিরামহীন সেবা দিচ্ছেন।

সর্বশেষ খবর