মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সড়ক না পুকুর!

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

সড়ক না পুকুর!

কুমিল্লা নগরীর টমছম ব্রিজ থেকে নন্দনপুর বিশ্বরোড। প্রায় তিন কিলোমিটারের এ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। ইট-পাথর, সুরকি উঠে সড়কটির পুরো অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়ক না পুকুর তা প্রথম দেখায় নির্ণয় করা কঠিন। জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সরেজমিন ঘুরে দেখা যায়, কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ এলাকা টমছম ব্রিজ হতে  কোটবাড়ি পর্যন্ত প্রায় আট কিলোমিটার সড়ক। বেশি বেহাল অবস্থা এ সড়কের টমছম ব্রিজ দৈনিক বাজার অংশের আধা কিলোমিটার জায়গা। এ স্থান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বড় বড় গর্তে আর খানাখন্দে পানি জমে পুকুর-জলাশয়ে রূপ নিয়েছে। কাদা-পানির দুর্গন্ধে বাজার করতে আসা মানুষজন প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন। এখানে সড়কের গর্তে ছোট মাছ ঘুরাফেরা করতে দেখা যায়। সড়কের গর্তের মাছ ধরার ছবি স্থানীয়দের ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে।

কুমিল্লা-কোটবাড়ি সড়ক দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকা এমনকি ময়নামতি জাদুঘর, শালবন বিহারসহ কোটবাড়িস্থ বিভিন্ন পর্যটন স্থাপনায় যাতায়াত করা পর্যটকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মো. মোশারফ হোসেন জানান, তিন-চার বছর ধরে টুকিটাকি সংস্কারের মাধ্যেমে সড়কটি চলছে। স্থায়ীভাবে কোনো উন্নয়ন কাজ হচ্ছে না সড়কটিতে। বর্তমানে সড়কটির যে বেহাল দশা বিরাজ করছে, এক কথায় এখানে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। কুমিল্লা সিএনজি চালিত অটোরিকাশার চালক কামাল হোসেন জানান, সড়কটি দিয়ে গাড়ি যাতায়াতে যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রায় নষ্ট হচ্ছে গাড়ি। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে সড়ক ও জনপথ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ড. মো. আহাদ উল্লাহ বলেন, টমছম ব্রিজ থেকে নন্দনপুর পর্যন্ত সড়কটি সংস্কারে খুব প্রয়োজন হয়ে পড়েছে। ঠিকাদারদের বলেছি দ্রুত সড়কটি সংস্কার করার জন্য।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর