মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ডাকবাক্সের আদলে ডাক ভবন

নিজস্ব প্রতিবেদক

ডাকবাক্সের আদলে ডাক ভবন

ডাকবাক্সের আদলে তৈরি হয়েছে বাংলাদেশ ডাক বিভাগের নতুন সদর দফতর ডাক ভবন। রাজধানীর শেরেবাংলা নগরে দৃষ্টিনন্দন এ ডাকভবন পথচারী ও দর্শকদের সহজেই দৃষ্টি কাড়ে। ১৪ তলা এ ভবনে রয়েছে দুটি বেজমেন্টসহ মিলনায়তন, সভাকক্ষ, সার্ভার, ডাক জাদুঘর, গ্রন্থাগার। ২০১৬ সালের শেষ দিকে প্রায় পৌনে ১ একর জমির ওপর কাজ শুরু হয় ডাক ভবনের। প্রথমে ৮ তলা নির্মাণের পরিকল্পনা থাকলেও পরবর্তী সময়ে তা দাঁড়ায় ১৪ তলায়। বাজেটও বেড়ে দাঁড়ায় প্রায় ৯২ কোটি টাকায়। সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হয়েছে সম্পূর্ণ অর্থ। অপেক্ষা এখন শুধু উদ্বোধনের। চলতি সেপ্টেম্বরেই উদ্বোধনের কথা রয়েছে। ডাক ভবনের স্থাপত্য নকশা করেছেন স্থপতি কৌশিক বিশ্বাস। ভবনে যাতে ডাকঘরের একটা আবহ থাকে, তা চেয়েছিলেন মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র। তার সেই ভাবনাকে স্থাপত্য নকশায় পরিণত করেন কৌশিক। এ ভবনের প্রকৌশল উপদেষ্টা প্রতিষ্ঠান শহীদুল্লাহ অ্যান্ড অ্যাসোসিয়েটস সেই নকশা নিয়ে কাজ করেছে। ডাকভবনের নিচতলায় বিশাল বিশাল ডাকটিকিট দেয়ালে খোদাই করা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, সাত বীরশ্রেষ্ঠ-জাতীয় বীরদের অনেকেই আছেন সেখানে। প্রধান কার্যালয় নতুন এ ভবনে স্থানান্তরের মধ্য দিয়েই ডাক বিভাগ তার হারিয়ে যাওয়া সুদিন ফিরে পাক। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর