শিরোনাম
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
রংপুর সিটি করপোরেশন

পথের ‘কাঁটা’ বিদ্যুতের খুঁটি

রেজাউল করিম মানিক, রংপুর

পথের ‘কাঁটা’ বিদ্যুতের খুঁটি

রংপুর নগরীজুড়ে রাস্তার মাঝে রয়েছে অপরিকল্পিত বিদ্যুতের খুঁটি। চলাচলের জন্য নগরবাসীর অসুবিধা হলেও দায়িত্বহীন সিটি করপোরেশন ও বিদ্যুৎ বিভাগ নিচ্ছে না কোনো ব্যবস্থা। আর এ কারণেই প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। নগরীর কলেজ সড়কের মাঝে বিদ্যুতের এ রকম চারটি খুঁটি রয়েছে। বারবার তাগাদা দেওয়া হলেও এগুলো সরানো হচ্ছে না। ঝুঁঁকি নিয়ে চলছে যানবাহন। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। খুঁটিগুলো ছিল সড়কের পাশে। সড়ক প্রশস্ত করার কারণে সেগুলো পড়েছে মাঝখানে। এরপর কেটে গেছে চার বছর। এত দিনেও খুঁটিগুলো সরানো হয়নি। এসব ‘কাঁটা’র যন্ত্রণা নিয়েই চলাচল করছে যানবাহন। এ অবস্থা রংপুর নগরীর অধিকাংশ সড়কেই। এখানকার কলেজ সড়কের ওপর রয়েছে বিদ্যুতের চারটি খুঁটি। নগরবাসী এগুলোকে বলছেন পথের কাঁটা। নগরীর বাবু খাঁ এলাকার বাসিন্দা সংস্কৃতিকর্মী মাসুদ রানা বলেন, এ রাস্তা দিয়ে দিনের আলোয় কোনোরকমে চলাচল করা গেলেও রাতের বেলা খুব অসুবিধা হয়। তার ওপর যদি বিদ্যুৎ না থাকে, তাহলে খুব ভয় হয় কখন লাগে ধাক্কা! সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ২০১৫ সালের জুনে রংপুর নগরীর সড়কগুলো চার লেন করার কাজ শেষ হয়। সে সময় প্রায় ২২ কিলোমিটার সড়কের অধিকাংশ স্থান থেকে বিদ্যুতের খুঁটি সরানো হলেও ৮টি স্থান থেকে সরানো হয়নি। সেগুলো এখনো রয়ে গেছে। খুঁটিগুলো সরানোর জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগকে এক বছর ধরে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। এরপরও খুঁটি সরানো হয়নি।  সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজম আলী বলেন, নাগরিকদের চলাচলে দুর্ভোগ কমাতে সিটি করপোরেশনের পক্ষ থেকে ইতিমধ্যে কয়েক দফা বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে। এরপরও সেগুলো সরানো হয়নি। সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান বলেন, সড়কের মধ্যে বিদ্যুতের খুঁটি সরানোর বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য বিদ্যুৎ বিভাগকে (নেসকো) জানানো হয়েছে। বিদ্যুৎ বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, চার লেন সড়কসহ আরও কিছু সড়ক প্রশস্ত হওয়ায় বিদ্যুতের খুঁটিগুলো সড়কের মধ্যে পড়ে। সেগুলো আস্তে আস্তে সরানো হয়েছে। বাকিগুলো শিগগিরই সরানো হবে।

সর্বশেষ খবর