মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

দক্ষিণ সিটির রাস্তার এ কী হাল!

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ সিটির রাস্তার এ কী হাল!

রাজধানীর দক্ষিণ বনশ্রীর মূল সড়ক দীর্ঘদিন ধরেই ভাঙা। মেরাদিয়া হাট থেকে যে সড়কটি চলে গেছে দক্ষিণ বনশ্রীর দক্ষিণ প্রান্ত মাদারটেক পর্যন্ত। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ পথটি খানাখন্দে ভরপুর। সর্বশেষ বর্ষায় এর অবস্থা হয়েছে আরও করুণ। সঙ্গে যুক্ত হয়েছে রাস্তা খুঁড়ে পাইপ বসানোর কাজ। ফলে বন্ধ হয়ে গেছে  মূল সড়ক। ১০ তলা ও কবরস্থান- এ দুটো প্রধান পয়েন্টের কাছে মূল সড়ক দিয়ে চলাচল করা অসম্ভব। মূল সড়কের পার্শ্ববর্তী আবাসিক এলাকার অনেকগুলো অপ্রশস্ত রাস্তাও খোঁড়াখুঁড়ির কারণে এখন বন্ধ। বিকল্প পথ হিসেবে আবাসিক এলাকার ভিতরের অন্য দু-একটি পথ দিয়ে যাতায়াত করছে সব ভারি যানবাহন। ফলে ভাঙতে শুরু করেছে সেসব রাস্তাও। সব মিলিয়ে অতি তিক্ত এক অসহায়ত্তের ভিতর দিয়ে যাচ্ছেন এখানকার কয়েক লাখ বাসিন্দা। দক্ষিণ সিটি করপোরশেনের গুরুত্বপূর্ণ এ সড়কটির ব্যাপারে নগর কর্তৃপক্ষ নির্বিকার।

সর্বশেষ খবর