মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ব্যস্ত সড়কের পাশে ময়লার স্তূপ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

ব্যস্ত সড়কের পাশে ময়লার স্তূপ

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভা সদরের সড়কে ময়লা-আবর্জনার স্তূপ বেড়েই চলেছে। ময়লার দুর্গন্ধে নাভিশ্বাস উঠছে পথচারীসহ আশপাশের ৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। শহরের বালিজুড়ী বাজারের প্রতিদিনের জমে থাকা ময়লা ফেলা হচ্ছে প্রধান সড়কে।

সরেজমিন দেখা যায়, পৌর এলাকার সদর থেকে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা ও গাবের গ্রামে যাতায়াতের সড়কের বালিজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিচু জমিতে ভরাট চলছে আবর্জনা দিয়ে। এতে স্কুল শিক্ষার্থীসহ পথচারীদের নাক চেপে পথ চলতে হচ্ছে। এ ব্যাপারে বালিজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বিথী আফরিন বলেন, পৌর মেয়রকে বিষয়টি জানানো হয়েছে।

দুর্গন্ধে শিক্ষার্থীদের ক্লাস করা কঠিন হয়ে গেছে। মাদারগঞ্জ আবদুল আলী মির্জা কাশেম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ গোলাম রব্বানী বলেন, আবর্জনার কারণে শিশুরা অত্যন্ত স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। আবর্জনা স্তূপ পোড়ালে মাদ্রাসায় থাকা যায় না। এ ব্যাপারে পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির বলেন, পৌরসভার কোনো ফাঁকা জায়াগা না থাকায় ওই স্থানে আবর্জনা ফেলা হচ্ছে। তবে খুব দ্রুত সময়ের মধ্যেই জায়গাটি স্থানান্তর করা হবে।

সর্বশেষ খবর