মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

আগারগাঁওয়ে সাইকেল লেন

নিজস্ব প্রতিবেদক

আগারগাঁওয়ে সাইকেল লেন

নিরাপদ বাইসাইকেল চলাচলের জন্য আগারগাঁওয়ে তৈরি হয়েছে আলাদা লেন। পরিবেশবান্ধব বাহন বাইসাইকেল চালকদের উৎসাহী করতে এই প্রথম ঢাকার সড়কে তৈরি করা হচ্ছে বাইসাইকেল লেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ইতিমধ্যে আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের উত্তরপ্রান্ত থেকে এলজিইডি সড়ক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পর্যন্ত এ লেন তৈরির কাজ শুরু হয়েছে। আগামী বছরের মার্চে এটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ। ডিএনসিসি জানায়, নয় কিলোমিটার সড়কের মধ্যে ইতিমধ্যে ২৮৫ মিটারের কাজ শেষ হয়েছে। আন্তর্জাতিকমান অনুযায়ী বাইসাইকেল লেন পাঁচ ফুট হলেও মূল সড়কের দুপাশে সাইকেলচালকের জন্য এটি ছয় ফুট করা হয়েছে। এর আগে আলাদা সাইকেল লেন তৈরির দাবি জানিয়ে বিভিন্ন সময় সাইকেল র‌্যালি করেছেন সাইকেলপ্রেমীরা। ডিএনসিসির এ উদ্যোগে তারা অনেক খুশি। ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী শরীফ উদ্দিন বলেন, মানিক মিয়া এভিনিউয়ে এক কিলোমিটারের মতো সাইকেল লেন করা হচ্ছে। বাইসাইকেলচালকের কথা চিন্তা করেই এ লেন তৈরি করা হচ্ছে। এতে বাইসাইকেলের জনপ্রিয়তা আরও বাড়বে। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, পৃথিবীর উন্নত দেশের আদলেই ঢাকা শহরকে গড়তে চাই। ঢাকায় সাইকেলচালকের জন্য বিশেষ কোনো রাস্তা নেই। এটিই ঢাকার প্রথম সাইকেল লেন। সাইকেলপ্রেমীদের জন্য এটি দারুণ খবর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর